# Tags
#Blog

ট্রেনে আপনার সিটেই পেয়ে যাবেন খাবার, ১০০টিরও বেশি স্টেশনে পরিষেবা দেবে জোমাটো

ট্রেনে আপনার সিটেই পেয়ে যাবেন খাবার, ১০০টিরও বেশি স্টেশনে পরিষেবা দেবে জোমাটো
Listen to this article


Zomato Food Delivery: ট্রেনে বসে ভ্রমণের সময়ই জোমাটোর খাবার ডেলিভারির পরিষেবা পেয়ে যাবেন আপনি এবার থেকে। অর্থাৎ ঘরে বসে আগে যেমন জোমাটোতে (Zomato Food Delivery) খাবার অর্ডার করা যেত, এবার থেকে ট্রেনের সিটে বসেও আপনি খাবার অর্ডার করতে পারবেন জোমাটোতে। আইআরসিটিসির (IRCTC Service) সঙ্গে যৌথভাবে একটি নতুন উদ্যোগ শুরু করেছে জোমাটো।

১০ লাখের বেশি অর্ডার ডেলিভারি করা হবে

দেশের বিভিন্ন শহরে জোমাটোর অনলাইন ফুড ডেলিভারি পরিষেবা শুরু হয়ে গিয়েছে। জোমাটো জানিয়েছে যে দেশের মোট ৮৮টি শহরে ট্রেন ফুড ডেলিভারি পরিষেবা দেবে এই সংস্থা। এই পরিষেবার মাধ্যমে জোমাটো দেশের ১০০টিরও বেশি রেলওয়ে স্টেশনে ১০ লক্ষ অর্ডার ডেলিভারি দেবে। এই পরিষেবার অধীনে রেলওয়ে প্যাসেঞ্জারেরা তাদের পছন্দের খাবার ট্রেনে বসেই জোমাটোতে অর্ডার দিতে পারবেন। আর ট্রেনের সিটে বসে এই খাবার পৌঁছে দেবে জোমাটোর ডেলিভারি বয়েরা।

ট্রেনের কামরা বা স্টেশনে বসেই অর্ডার করা যাবে

জোমাটো তাদের এই পরিষেবার নাম দিয়েছে জোমাটো ফুড ডেলিভারি ইন ট্রেনস। এই সংস্থা জানিয়েছে যে এর এই নতুন পরিষেবা পাবেন সমস্ত ট্রেনযাত্রী এবং স্টেশনে বসে থাকা যাত্রীটিও। অর্থাৎ আপনি যদি কোনও ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করেন, আর আপনার খিদে পেলে পছন্দের খাবারটি জোমাটোতে অর্ডার করতে পারেন আপনিও। এর জন্য আপনাকে স্টেশনের বাইরে বেরিয়ে খেতে হবে না।

সিইও দিলেন আপডেট

জোমাটোর সহ প্রতিষ্ঠাতা এবং সিওই দীপিন্দর গোয়েল এক্স হ্যান্ডলে একটি আপডেট দিয়ে জানিয়েছেন যে দেশের ১০০টিরও বেশি রেলস্টেশনে জোমাটো এখন থেকে নতুন এই পরিষেবা চালু করতে চলেছে। আইআরসিটিসির সঙ্গে পার্টনারশিপ করে জোমাটো এই নতুন উদ্যোগ নিতে চলেছে। এর মাধ্যমে ১০ লক্ষ ডেলিভারি দেবে বলে আশ্বাস দিয়েছে জোমাটো সংস্থা।

শেয়ারের দাম পড়েছে

জোমাটো তার ব্যবসা বাড়ানোর জন্য নিত্যদিন একের পঅর এক নতুন পরিষেবা চালু করছে। সম্প্রতি এই সংস্থা খাবার ডেলিভারি শিড্যুল করার বিকল্পও চালু করেছে তাদের অ্যাপে। শুক্রবার এই সপ্তাহের শেষ ট্রেডিং দিনে জোমাটোর শেয়ার ৩.৬৬ শতাংশ পড়ে যায়। ২৭৩.৫০ টাকায় নেমে আসে জোমাটোর শেয়ার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Fixed Deposit: এবার ফিক্সড ডিপোজিটের সুবিধে দেবে এয়ারটেল, ৯.১ শতাংশ হারে পাবেন সুদ

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal