সেলিম রেজা. ঢাকা: বাংলাদেশে এবার হদিশ মিলল জিকা ভাইরাসের ক্লাস্টারের! শনাক্তের কথা জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। সোমবার রাতে আইসিডিডিআরবি তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।
আরও পড়ুন: Bangladesh: বদলের বাংলাদেশে গণপিটুনিতে মৃত ২, গুলিবিদ্ধ ৫!
জিকা ভাইরাস মশাবাহিত একটি রোগ। বাংলাদেশে যে ক্লাস্টারের সন্ধান মিলেছে, তার নমুনা সংগ্রহ করা হয় বেশ কয়েক বছর আগে। একটি এলাকার এই ভাইরাসে আক্রান্ত হয়েছে পাঁচজন। আইসিডিডিআরবি বলছে, ২০২৩ সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এ তথ্য পেয়েছেন তাঁরা। বিজ্ঞানীরা সমগ্র জিনোম সিকোয়েন্সিং ও তুলনামূলক বিশ্লেষণ ব্যবহার করে প্রকাশ করেছেন যে, বাংলাদেশ এই স্ট্রেইন এশিয়ান লাইনেজের অন্তর্গত।
ক্লাস্টার সংক্রমণের বিষয়ে আইসিডিডিআরবি আরও বলছে, গবেষকেরা ২০২৩ সালে তাদের ঢাকার রোগ নির্ণয় কেন্দ্রে আসা রোগীদের নমুনা পরীক্ষা করেন। জ্বর আক্রান্ত ১৫২ জন রোগীর শরীরে জিকার লক্ষণ রয়েছে এমন সন্দেহে তাদের নমুনা পিসিআরভিত্তিক পরীক্ষা করা হয়। এতে পাঁচজনের নমুনায় জিকা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এই পাঁচজন রোগী এক কিলোমিটারের মধ্যে বসবাস করতেন। তাদের কেউ-ই দুই বছরের মধ্যে বিদেশ ভ্রমণ করেননি। এসব রোগীরা একই সময়ে পরীক্ষা করিয়েছেন বলে জানিয়েছে আইসিডিডিআরবি, ফলে বিষয়টি একই সংক্রমণ চক্রের অংশ হওয়ার ইঙ্গিত দেয়। এছাড়া পাঁচজন আক্রান্তের মধ্যে একজন ডিঙ্গি ভাইরাসেও সংক্রমিত হয়েছিলেন। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুতর সংকট দেখা দিতে পারে।
আরও পড়ুন: Artist Becomes Caretaker of Public Toilet: নব্বইয়ের জনপ্রিয় ব্যান্ডশিল্পী এখন টাকাপয়সার হিসাব রাখছেন পাবলিক টয়লেটে!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours