একই ক্যাপসিকাম অ্যান্ড্রয়েডে ২১, আইফোনে ১০৭ টাকা, এবার কাঠগড়ায় জেপটো !

Estimated read time 1 min read
Listen to this article


 

Iphone Android Price Difference: একই জিনিসের আলাদা দাম নেওয়া হচ্ছে আইফোন (iphone), অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোনে। আগে একই অভিযোগ উঠেছিল ওলা (Ola)-উবারের (Uber) বিরুদ্ধে। এবার সেই একই অভিযোগ উঠল অনলাইন ই-কমার্স প্লাটফর্ম জেপটোর (Zepto) বিরুদ্ধে।

একেবারে স্ক্রিনশট দিলেন অভিযোগকারী
 Zepto বর্তমানে একটি দ্রুত বর্ধনশীল ই-কমার্স প্ল্যাটফর্ম। আজকাল সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে জেপটো। আসলে, একজন ব্যবহারকারী দাবি করেছেন, ফোনের অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে একই জিনিসের জন্য দুটি ভিন্ন মূল্য নিচ্ছে কোম্পানি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। হর্স পাওয়ারের সহ-প্রতিষ্ঠাতা বিনীতা সিং অভিযোগ করেছেন, অ্যান্ড্রয়েড ও আইফোনের অপারেটিং সিস্টেম দেখে এই জিনিসের আলাদা দাম নিচ্ছে কোম্পানি। লিঙ্কডইনে এই বিষয়ে দুটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি।  

অ্যান্ড্রয়েড ও আইফোনে একই জিনিসের আলাদা দাম
একটিতে, 500 গ্রাম সবুজ ক্যাপসিকামের দাম অ্যান্ড্রয়েডে ছিল 21 টাকা, আর একই পণ্যের আইফোনে 107 টাকা চার্জ করা হচ্ছে। বিনীতা লিখেছেন, উভয় স্ক্রিনশট একই জায়গায় নেওয়া হয়েছিল। তার পোস্টে জেপটোর প্রতিষ্ঠাতাদের ট্যাগ করে তিনি লিখেছেন, ‘জেপ্টো, কেউ কি এই বিষয়ে স্পষ্ট করতে পারেন? প্রথম স্ক্রিনশট: অ্যান্ড্রয়েড, দ্বিতীয় স্ক্রিনশট: আইফোন।’

পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়
এই পোস্টটি LinkedIn এবং X-এ ভাইরাল হয়েছে। লোকেরা এটি নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছে। একজন লিখেছেন, ‘এটা কি অ্যাপল ট্যাক্স? এতে অ্যাপ কেনার ক্ষেত্রে বিক্রেতাদের কাছ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত চার্জ নেওয়া হলেও তা শুধুমাত্র ডিজিটাল পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য।’ অন্য একজন ব্যবহারকারী প্রশ্ন করেছেন, ‘দুটি স্ক্রিনশট কি একই অ্যাকাউন্ট থেকে নেওয়া?’ অনেকে বলেছেন, বিভিন্ন অ্যাকাউন্টে ছাড় আলাদা হতে পারে।

ওলা-উবারের ক্ষেত্রেও একই রকম
সম্প্রতি ক্যাব পরিষেবা প্রদানকারী ওলা-উবার সম্পর্কে একই ধরনের এক অভিযোগ এসেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মোবাইল মডেলের আইফোন ও অ্যান্ড্রয়েডের ওপর ভিত্তি করে বিভিন্ন দাম নেওয়ার অভিযোগ আনা হয়। মামলাটি প্রকাশ্যে আসার পর সরকার উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী CCPA-এর মাধ্যমে ওলা উবারকে একটি নোটিশ পাঠিয়েছে।

আরও পড়ুন : Digital Arrest In Kolkata: কলকাতায় ফের ডিজিটাল অ্যারেস্ট, ১৭ লক্ষ খোয়ালেন এক ব্যক্তি, ১৪ দিন নজরবন্দি

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours