NOW READING:
Zee AI Exit Poll: মহারাষ্ট্রে NDA,ঝাড়খণ্ডে INDIA! ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত জিনিয়ার…
November 20, 2024

Zee AI Exit Poll: মহারাষ্ট্রে NDA,ঝাড়খণ্ডে INDIA! ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত জিনিয়ার…

Zee AI Exit Poll: মহারাষ্ট্রে NDA,ঝাড়খণ্ডে INDIA! ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত জিনিয়ার…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুই রাজ্যে বিধানসভা ভোট শেষ। মহারাষ্ট্রের মসনদে কে? ঝাড়খন্ডেই-বা ক্ষমতায় কারা? Zee AI Exit Poll-র মিলল ইঙ্গিত। বুথফেরত সমীক্ষা বলছে, মহারাষ্ট্র এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ঝাড়খণ্ডে এবার হাড্ডাহাড্ডি লড়াই। তবে সামান্য হলেও ইন্ডিয়া জোটেরই সরকার গড়ার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন: Waqf Amendment Bill: জেপিসি-র বৈঠকে তুলকালাম, সংসদের শীতকালীন অধিবেশনে আসছে ওয়াকফ বিল!

মহারাষ্ট্রে ২৮৮ আসন, আর ঝাড়খণ্ডে ৮১। লোকসভা ভোটের ৬ মাসের মাথায় বিধানসভা হল এই দুটি রাজ্যে। আজ, বুধবার এক দফাতেই ভোট হয়ে গেল আরব সাগরের পাড়ে। ঝাড়খণ্ডে অবশ্য় প্রথম দফায় ভোট হয়েছিল ১৩ নভেম্বর। এদিন দ্বিতীয় দফায় ভোট হল  ৩৮টি বিধানসভা আসনে। প্রত্যেকবার যেমন হয়, ব্যতিক্রম ঘটল না এবারও। ভোট পর্ব মিটতেই প্রকাশিত হল বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোলের ফলাফল।

Zee AI Exit Poll

রাজ্য              মোট আসন          এনডিএ         ‘ইন্ডিয়া’            অন্য়ন্য

মহারাষ্ট্র            ২৮৮                  ১২৯-১৫৯        ১২৪-১৫৮         ০-১০ 

Zee AI Exit Poll

রাজ্য              মোট আসন          এনডিএ         ‘ইন্ডিয়া’           

ঝাড়খণ্ড             ৮১                       ৩৬-৪১            ৩৯-৪৪  

 

চাণক্য়
—-
রাজ্য              মোট আসন          এনডিএ         ‘ইন্ডিয়া’            অন্য়ন্য

মহারাষ্ট্র            ২৮৮                   ১৫২-১৬০      ১৩০-১৩৮         ৬-৮

ঝাড়খণ্ড             ৮১                      ৪৫-৫০         ৩৫-৩৮             ৩-৫ 

ম্যাট্রিজ

রাজ্য              মোট আসন          এনডিএ         ‘ইন্ডিয়া’            অন্য়ন্য

মহারাষ্ট্র            ২৮৮                  ১৫০-১৭০       ১১০-১৩০         ৮-১০ 

ঝাড়খণ্ড             ৮১                       ৪২-৪৭           ২৫-৩০        ১-৮

পিমার্ক

রাজ্য              মোট আসন          এনডিএ         ‘ইন্ডিয়া’            অন্য়ন্য

মহারাষ্ট্র            ২৮৮                    ১৩৭-১৫৭     ১২৬-১৪৬        ২-৮ 

অ্য়াক্সিস মাই ইন্ডিয়া
—-
রাজ্য              মোট আসন          এনডিএ         ‘ইন্ডিয়া’            অন্য়ন্য

ঝাড়খণ্ড             ৮১                      ৫৩               ২৫                   ৩

কী এই এক্সিট পোল? বুথ ফেরত সমীক্ষা-ই হচ্ছে এগজিট পোল। ভোটপর্ব মেটার পরেই বিভিন্ন এজেন্সি, সংবাদমাধ্যম এগজিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করে থাকে। এই বুথ ফেরত সমীক্ষা বা এগজিট পোল আসলে এক ধরনের ওপিনিয়ন পোল। ভোটারদের থেকে তাঁদের পছন্দের প্রার্থী এবং দল সম্পর্কে জানতে চাওয়া হয় বুথ ফেরত সমীক্ষায়। ভোট দিয়ে বুথ থেকে বেরনোর ঠিক পর মুহূর্তেই ভোটারদের থেকে এই মতামত জানতে চাওয়া হয়। আর সেই মতামতের উপর ভিত্তি করেই তৈরি হয় এগজিট পোল বা বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট।

আরও পড়ুন:  WATCH | Delhi Pollution: বায়ু দূষণের মাত্রা ১০০০ পেরনোর খুশিতে, ফাটল বাজি! গুরগাঁওতে অদ্ভুত কাণ্ড…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link