জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তবলা মায়োস্ত্রো জাকির হুসেনের প্রয়াণে বিহ্বল অমিতাভ বচ্চন। সোমবার এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন, “আজকের দিনটা ভীষণ কষ্টের ৷”কিন্তু আপনি জানেন কি এই অমিতাভকেই প্রতিযোগিতায় হারিয়েছিলেন জাকির হুসেন। বিগ বি-কে ‘সেক্সিয়েস্ট ম্যান’ হিসেবে পরাজিত করেছিলেন জাকির হুসেন। তাঁর জাকির হুসেন: এ লাইফ ইন মিউজিক বইয়ের জন্য লেখক নাসরিন মুন্নি কবিরের সঙ্গে কথোপকথনের সময় এ ঘটনাটি জানিয়েছিলেন উস্তাদ।
আরও পড়ুন, EXPLAINED | Diljit Dosanjh: ‘ভারতে পারফর্ম করব না’! দিলজিতের ঘোষণায় প্রলয়.. কেন এই সিদ্ধান্ত গ্লোবাল আইকনের?
জাকিরকে ১৯৯৪ সালে একটি প্রতিযোগিতায় ভারতীয় ম্যাগাজিন জেন্টলম্যানের মহিলা পাঠকরা “সেক্সিতম পুরুষ” হিসাবে অমিতাভ বচ্চনের থেকে এগিয়ে রেখেছিলেন। জাকির হুসেন জানিয়েছিলেন, “ম্যাগাজিন টিম আমাকে দেখতে এসেছিল এবং চেয়েছিল যে আমি এই সমস্ত স্যুট, জ্যাকেট এবং ওয়েস্টার্ন জামাকাপড় পরি এবং তাদের কভারে ফিচারের জন্য ফোটোশ্যুট করি। আমার মনে হয় তারাও আমার মতোই হতবাক ও বিস্মিত হয়েছিলেন এই ভেবে যে আমি সর্বাধিক ভোট জিতেছি। কারণ তারা ধরে নিয়েছিল যে বিজয়ী হবেন অমিতাভ বচ্চন।
‘ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে’ আক্রান্ত হয়ে রবিবার প্রয়াত হয়েছেন উস্তাদ জাকির হুসেন। তাঁর বাবা আল্লাহরাখা কুরেশিও একজন বিখ্যাত তালবাদক ছিলেন। জাকির হুসেন কথক নৃত্যশিল্পী আন্তোনিয়া মিনেকোলাকে বিয়ে করেছিলেন। আন্তোনিয়া ৭ এর দশকে তাঁর ম্যানেজার ছিলেন। এই বিয়ে থেকে দম্পতির দুই মেয়ে রয়েছে। আনিসা কুরেশি এবং ইসাবেলি কুরেশি। ৩ বছর বয়সে তিনি শুরু করেন তবলা সঙ্গদ। বাবার কাছেই নিতে শুরু করেন প্রশিক্ষণ। ৭ বছর বয়সে সকলের সামনে শুরু করেন অনুষ্ঠান করা। মাত্র ১২ বছর বয়সে তিনি আন্তর্জাতিক স্তরে পারফর্ম করেন তিনি।
আরও পড়ুন, Zakir Hussain Passes Away: প্রয়াত মায়েস্ত্রো! তাল থামল জাকিরের…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)