WATCH | Yuzvendra Chahal | Champions Trophy Final: ‘আপনে মহাল্লে মে আইশারিয়া আই’… ফাইনালে চাহালের বাহুলগ্না রহস্যময়ী সুন্দরী কে?

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘চক দে ইন্ডিয়া’! বছর ঘুরতে না ঘুরতেই ফের রোহিত শর্মার (Rohit Sharma) ভারত জগত সভায় শ্রেষ্ঠ! গতবছর জুনে ভারত জিতেছিল টি-২০ বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup 2024)। আট মাসে এই নিয়ে দ্বিতীয়বার ভারতের মুকুটে আইসিসি-র ট্রফি। গত রবিবার, দুবাইয়ে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জিতেছে ভারত। বিশ্বের প্রথম দল হিসেবে ভারত তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া!

আরও পড়ুন: ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন কোহলি, চুল ঘেঁটে এলোমেলো করে দিলেন অনুষ্কা! ভারতের জয়ে ‘বিরাট’ আদর মুহূর্তরা ভাইরাল…

রবিবাসরীয় ঐতিহাসিক ফাইনালে, একাধিক স্মরণীয় মুহূর্ত তৈরি রয়েছে, তবে দুবাইয়ে গ্যালারিতে বারবার ক্যামেরার ফোকাস কেড়ে নিয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও তাঁর বাহুলগ্না রহস্যময়ী সুন্দরী! নেটপাড়ায় একাধিক ভিডিয়ো ভাইরালও হয়েছে। এখন প্রশ্ন, ভারতীয় দলের ব্রাত্য স্পিনারের সঙ্গে কে ছিলেন? যাকে পাশে পেয়ে চাহালের মুখে ফের হাসি ফুটেছে। চাহালের সঙ্গে তাঁর কোরিগ্রাফার-ইউটিউবার-ডেন্টিস্ট স্ত্রীর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে! একেতে চাহাল এখন কুলদীপ যাদবের কারণে ভারতীয় দলে সুযোগ পান না, তেমনই  ব্যক্তিগত জীবনেও চলছে ঝড়…

চাহালের সঙ্গে ভাইরাল হওয়া রহস্যময়ী সুন্দরীর নাম- মহভাশ। যিনি পেশায় এক বেসরকারি রেডিয়ো স্টেশনের জকি। জানা যায় যিনি নাকি ‘বিগ বস’ সিজন ১৪, নেটফ্লিক্স সিরিজ এবং সিনেমার প্রস্তাবও ফিরিয়েছেন শুধু রেডিয়োকে ভালোবেসে। রেডিয়োর দুনিয়ায় এখন মহভাশ পরিচিত নাম। যিনি স্টুডিয়ো থেকে দীপক কালালকে বার করে দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিলেন। ইনস্টায় মহভাশের ১.৭ মিলিয়ন ফলোয়ার্সও রয়েছে। তাঁকে ভারতের প্রথম মহিলা প্র্যাংকস্টার হিসেবেও ধরা হয়।  

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

আরজে মহভাশের ভবিষ্যৎ পরিকল্পনায় রযেছে নারীর ক্ষমতায়নে কণ্ঠস্বরের ব্যবহার। পরিবার এবং মহভাশকে বন্ধুরা বারবার বলেছেন যে তাঁর কণ্ঠস্বর শান্ত এবং মানুষকে শান্ত করার জন্যই উপযুক্ত, মহাভাশ সিদ্ধান্ত নেন যে দুর্বলতাকেই নিজের শক্তি হিসেবে কাজে লাগাতে চান। মানুষের সঙ্গে বিশেষ করে মহিলাদের সঙ্গে যোগাযোগ করা এবং তাদের সমস্যা সমাধানে সাহায্য করার দক্ষতা আলাদা করে মহভাশকে। 

মহভাশ এমন উদ্যোগেও সক্রিয়ভাবে জড়িত থাকেন যা সরকারি ব্যর্থতাগুলি চোখের সামনে তুলে ধরে এবং বৃহত্তর জনসাধারণের কাছে বার্তা দেয়। মহভেশ একে অপরকে সাহায্য করার শক্তিতে বিশ্বাসী এবং কোভিড-১৯ মহামারীর সময় তিনি দারুণ কাজ করেছেন। অক্সিজেন সিলিন্ডার এবং হাসপাতালের শয্যার প্রাপ্যতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেছিলেন দারুণ ভাবে।

আরও পড়ুন: ভারতীয় দলকে অভিনন্দন মোদী-মমতার, উচ্ছ্বসিত সৌরভ-সচিন…

মহভাশ এবং চাহালের সম্পর্কের গুঞ্জন সেই গতবছর ডিসেম্বর থেকেই! তাঁদের ক্রিস্টমাস লাঞ্চের ছবি দেখেই নেটপাড়া দুয়ে দুয়ে চার করেছিল। সেই ছবি মহভাশই পোস্ট করেছিলেন তাঁর ইনস্টাগ্রামে। যদিও সেই ছবির কমেন্ট সেকশন তিনি বন্ধ রেখেছিলেন। এরপর এক হোটেলের লবিতেও চাহাল-মহভাশকে দেখা গিয়েছিল। পাপারাৎজির দেখেই চাহাল মুখ লুকিয়েছিলেন ক্যামেরায়। যদিও দুবাইয়ে খুল্লামখুল্লা ‘প্রেম’ই করেছেন চাহাল, এমনকী মহভাশই তাঁর ইনস্টাগ্রামে  চাহালের সঙ্গে ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন। যদিও মহভাশ সাম্প্রতিক অতীতে তাঁর আর চাহালের সম্পর্কের গুঞ্জন নিয়ে বলেছিলেন যে, মানুষের কী বন্ধুবান্ধব থাকতে নেই! নেটপাড়ায় চাহালে-মহভাশের ভিডিয়ো শেয়ার করে অনেকেই ক্যাপশন দিয়েছেন, ‘আগলে দিন আপনে মহাল্লে মে আইশরিয়া আই’! 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours