WATCH | Legend Yuvraj Singh: ‘আই অ্যাম লিজেন্ড’, ০৭-এর স্মৃতি ফিরল ২৫-এ, পরপর ৭ ছয়ে অজি বধ যুবির…

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ২০০৭ সালের টি-টোয়েন্টির স্মৃতি ফিরিয়ে আনলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। ফের ব্যাটে ঝড় তুললেন যুবরাজ। বহুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। অনেকেই ভেবেছিলেন বাড়তি বয়স এবং ক্রিকেট থেকে দূরত্ব হওয়ার কারণে হাতে-পায়ে জং ধরে গিয়েছে। কিন্তু ‘বাপ-বাপহি হোতা হে’ সেটা ফের প্রমাণ করে দিলেন তিনি। মঙ্গলবার চলছিল ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ (IML) বিপক্ষ দল ছিল অস্ট্রেলিয়া। রায়পুরে চলছিল খেলা। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

সমস্ত প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ। সেখানেই মঙ্গলবার সেমিফাইনাল ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়ার টিম। ব্যাট করতে নেমে ইন্ডিয়া মাস্টার্স ২২০ রান ৭ উইকেট হারিয়ে বানিয়েছিল। 

আরও পড়ুন: চড়চড়িয়ে রক্তচাপ বাড়ল মুম্বইয়ের… আইপিএলে অনিশ্চিত ভারতীয় দলের মেগাস্টার!

কিন্তু নজরকারা ইনিংস খেলে সকল ভক্তদের তাক লাগিয়ে দিয়েল যুবরাজ। ৩০ বলে ৫৯ রান করে যুবরাজ। যার মধ্যে আছে সাতটি ছয় এবং একটি চার। স্পিনারদের বিরুদ্ধে মূলত আগুনের মতন ঝড়ে পড়লেন তিনি। শহীদ বীর নারায়ণ সিংহ আন্তর্জাতিক স্টেডিয়ামে আগত দর্শকরা সাক্ষী থাকল এক অন্যরকম খেলার। বাঁ হাতি ক্রিকেটার নিজের হাফ সেঞ্চুরি করেন মাত্র ২৬ বলে। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিনের ওভারে সুবিশাল তিনটি ছয় মারেন। 

এই ব্যাটিং দেখে অনেকেরই মনে পড়ে গেল ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের কথা। স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছটি ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন যুবরাজ। এবার ৭টি ছয় এক ম্যাচে ভাবার বাইরে! হকচকিয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার পুরো দল। যদিও ওই দিনের ম্যাচে নিজের পুরনো ফর্মের ঝলক দেখান শচিনও। ৪২ রান করেছিলেন ৩০ বলে। 

আরও পড়ুন: আমিরকে বিয়ের সঙ্গেই সঞ্জয়ের সঙ্গে…! আইপিএলের আগেই সুন্দরী মালকিনের বড় রহস্য ফাঁস

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours