জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরও জোরাল হল আরজে মহভাশ এবং যুজবেন্দ্র চাহালের প্রেমের গুঞ্জন। চলতি আইপিএল (IPL 2025) মরসুমে গতকাল মঙ্গলবার পঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে মুল্লানপুরে ম্যাচটি হয়েছিল। সেখানেই পঞ্জাব কিংসের হয়ে আরজে মহভাশকে গলা ফাটাতে দেখা গেল। ম্যাচ চলাকালীন আরজে মহভাশ একাধিকবার ক্যামেরার সামনে আসেন এবং রচিন রবীন্দ্র আউট হওয়ার পর স্টেডিয়ামে তাঁকে নাচতেও দেখা যায়। পঞ্জাব কিংসের পতাকা নিয়ে স্ট্যান্ড থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি।
আরও পড়ুন: সবরমতীতীরে আজ মুখোমুখি গুজরাত ও রাজস্থান! শুভমন ও যশস্বীর দৈরথে শেষ হাসি কার?
বছরের শুরুতে যখন তাঁদের দুজনকে এক সঙ্গে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে দেখা গিয়েছিল, তখন থেকেই আরজে মহভাশ ও চাহালের ডেট করার গুজব ছড়িয়ে পড়ে। এছাড়াও অভিনেতা বিবেক ওবেরয়ের ইনস্টাগ্রাম ভিডিয়োতেও দুজনকে দেখা যায়। এই গুঞ্জনের মধ্যেই আরজে মহভাশ জানিয়েছেন যে, তিনি এখনও অবিবাহিত।
কিন্তু এসব নিয়ে স্বয়ং মহভাশ কী বলছেন?
মহভাশ বলছেন– ‘আমি কিন্তু সেই অর্থে সিঙ্গল নই, আর আজকের দিনে বিয়ের ধারণাটাও আমি ঠিক বুঝতে পারি না। আমি আসলে এমন এক মেয়ে, যে তখনই ডেট করে, যখন সে বিয়ের কথা ভাবে। আমি কখনও কোনও ক্যাজুয়াল ডেটে যাব না। কারণ আমি তার সঙ্গেই ডেট করব, যাকে আমি বিয়ে করব।’
তবে, একটি ইনস্টাগ্রাম স্টোরিতে, আরজে মহভাশ লিখেছিলেন, ‘ইন্টারনেটে কিছু জল্পনা ঘুরপাক খাচ্ছে। এই গুজবগুলি যে কতটা ভিত্তিহীন, তা কী বলব! এটা দেখে সত্যিই মজা লাগছে। যদি আপনাকে বিপরীত লিঙ্গের কোনও ব্যক্তির সঙ্গে দেখা যায়, তার মানে কি আপনি তাঁর সঙ্গে ডেট করছেন? তাহলে আপনারা কতজনের সঙ্গে ডেটিং করছেন? যাই হোক, আমি দুঃখিত! এ কোন যুগে আমরা বাস করছি!’
এদিকে, গত মার্চেই, অভিনেত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদ হয় যুজবেন্দ্র চাহালের। এর মধ্যেই শুরু নতুন গুঞ্জন।
আরও পড়ুন: চব্বিশের তারকায় মজে প্রীতি, মালকিন দিয়েছেন প্রায় ৪ কোটি! এবার মাঠেই করলেন….
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)