NOW READING:
Second Hooghly Bridge: স্কুটি রেখে দ্বিতীয় হুগলি সেতুর রেলিংয়ে ওঠে যুবক! আর তারপরই…
February 22, 2025

Second Hooghly Bridge: স্কুটি রেখে দ্বিতীয় হুগলি সেতুর রেলিংয়ে ওঠে যুবক! আর তারপরই…

Second Hooghly Bridge: স্কুটি রেখে দ্বিতীয় হুগলি সেতুর রেলিংয়ে ওঠে যুবক! আর তারপরই…
Listen to this article


অয়ন ঘোষাল ও নান্টু হাজরা: শহরের বুকে ফের একটি চাঞ্চল্যকর ঘটনা।  দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের। সেতুতে স্কুটি রেখে রেলিংয়ে উঠে গঙ্গায় ঝাঁপ দেয় যুবক।

বছর ৩৮-এর ওই যুবকের নাম জাভেদ আহমেদ। জানা গিয়েছে, বাড়ি পার্কস্ট্রিট থানার অন্তর্গত। সূত্রের খবর ৱ্যাপিডো গাড়ি চালাতেন ওই যুবক। এদিন দুপুরে হঠাৎ-ই দ্বিতীয় হুগলি সেতুতে আসেন ওই যুবক। তারপর স্কুটি সেতুর উপর দাঁড় করিয়ে রেখে রেলিংয়ে উঠে গঙ্গায় ঝাঁপ দেন। 

বরাতজোরে রক্ষা পেয়েছেন ওই যুবক। গঙ্গার জলে ঝাঁপ দেওয়ার পর মুহূর্তেই নদীতে থাকা মাঝিরা তাঁকে উদ্ধার করেন। ওই যুবককে উদ্ধার করে নৌকায় তোলেন তাঁরা। বর্তমানে এসএসকেএম-এর ট্রমা কেয়ারে ভর্তি ওই যুবক। ইমার্জেন্সিতে চিকিৎসা চলছে তাঁর।

আরও পড়ুন, Kalyan Banerjee: শোভন-রত্নার বিবাহবিচ্ছেদের লড়াই, শ্বশুরকে “কালারফুল” আক্রমণ কল্যাণের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link