সৌরভ বন্দ্যোপাধ্যায়, কোন্নগর: পাঁচ বছরের সন্তানের সামনে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে! অভিযুক্ত প্রসেনজিৎ বারুইকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে অস্ত্রও। মৃত মহিলার নাম মৈত্রী বারুই(২২)। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগর (Konnagar) কানাইপুর মাতৃ মন্দির এলাকায়।
আরও পড়ুন: Coochbehar Medical College: কোচবিহার মেডিক্যালে ‘থ্রেট কালচার’, খোদ BMOH-কেই ‘No Entry’ ! নিষেধাজ্ঞা আরও এক চিকিৎসককে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,পেশায় রাজমিস্ত্রি প্রসেনজিৎ পরিবারের সদস্যদের সঙ্গে ঘরেই ছিল। হঠাৎই গুলি চলার শব্দ হয়। পাশের ঘরে থাকা প্রসেনজিতের বাবা পরিমলবাবু ঘর থেকে বেরিয়ে ছেলের ঘরে গিয়ে দেখেন বৌমার গলার কাছ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে বৌমা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কোন্নগর কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কানাইপুর ফাঁড়ির পুলিশ আগ্নেয়াস্ত্র সমেত মৃতার স্বামীকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: RG Kar Protest: মেয়র সভা করার অনুমতি দিলেও রাতারাতি বদলে গেল সিদ্ধান্ত? তোপ জুনিয়র চিকিৎসকদের
পরিমল বারুই জানান,তখন ছেলে, বৌমা ও নাতি ঘরে ছিল। পটকা ফাটার মত শব্দ হয়। প্রথমে ভাবি পটকা ফাটছে। পরে ছেলের ঘরে গিয়ে দেখি এই কাণ্ড। নাতির সামনেই এই ঘটনা ঘটেছে। ছেলে ও বৌমার মধ্যে খুব মিল ছিল। কোনও অশান্তি ছিল না। আগ্নেয়াস্ত্র ছেলে কোথায় পেলো? এই প্রশ্নের জবাবে বৃদ্ধ বলেন,সেটা জানি না। কাদের সঙ্গে মিশত বলতে পারব না। ছেলে বলল, বন্দুক দেখতে গিয়ে গুলি বেরিয়ে গেছে।
আরও পড়ুন: Siliguri News: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম, নাবালিকাকে অপহরণের অভিযোগে ধৃত মা ও ছেলে
সূত্রের খবর, আধুনিক অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। অভিযুক্ত পুলিশের কাছে দাবি করেছে পুকুরে কুড়িয়ে পেয়েছে অস্ত্রটি।
চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান,খুনের অভিযোগ দায়ের করা হবে। মৃতদেহের ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হবে। অভিযুক্তের দাবি খতিয়ে দেখা হবে। অত্যাধুনিক অস্ত্র পুকুর থেকে পেলে সেটা লোডেড থাকা সম্ভব না,যদি পেয়েও থাকে পুলিশকে জানায়নি কেন? সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: East Medinipur News: পটাশপুরে চোর সন্দেহে গৃহবধূকে বিবস্ত্র করে গণপিটুনির অভিযোগে গ্রেফতার মহিলা সহ ৩
আরও দেখুন