নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের অভিযোগ, ধৃত প্রতিবেশী
গাইঘাটা: জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে বেহুঁশ করে ধর্ষণ (Rape) করার অভিযোগে গ্রেফতার হল প্রতিবেশী এক যুবক। নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ পেতেই অভিযুক্ত ওই প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ২৪ পরগনার গাইঘাটা (Gaighata) থানা এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। দায়ের হয়েছে পকসো আইনে মামলাও।
নির্যাতিতার পরিবার সূত্রে দাবি করা হয়েছে, গত রবিবার সন্ধ্যায় অষ্টম শ্রেণির ওই ছাত্রী ১৩ বছরের ওই নাবালিকাকে একটি বন্ধুর একটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য ফোন করে নিমন্ত্রণ করে ওই যুবক। ওই নিমন্ত্রণ পেয়ে নাবালিকা জন্মদিনের অনুষ্ঠানে গেলে সেখানে তাকে একটি পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে খাইয়ে দিয়ে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত প্রতিবেশী যুবক। এমনকী মেয়েটিকে এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু না বলারও হুমকি দেয় অভিযুক্ত। ভয় পেয়ে মেয়েটি বাড়ির লোককে প্রথমে কিছু না বললেও বুধবার দিন পরিবারের লোকজনকে রবিবার ঘটনার কথা জানান নির্যাতিতা ওই নাবালিকা। তারপরই মেয়েটির পরিবারের তরফে গাইঘাটা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে বুধবার রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে গাইহাটা থানার পুলিশ।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, জন্মদিনের অনুষ্ঠানে ফোন করে ওই নাবালিকা ছাত্রীকে ফোন করে ডাকে অভিযুক্ত ওই প্রতিবেশী যুবক। মেয়েটি সেই কথা শুনে অনুষ্ঠানের বাড়িতে গেলে পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে প্রথমে তাকে অচৈতন্য করে দেওয়া হয়। তারপর ওই অবস্থাতেই তাকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত। পরে মেয়েটির জ্ঞান ফিরতে তাকে বিষয়টি সম্পর্কে মুখ বন্ধ রাখার হুমকি দেয়। কাউকে কিছু বললে সমস্যা আরও বাড়বে বলে জানায়। অভিযুক্ত ভয়ের চোটে প্রথমে এই বিষয়ে কাউকে কিছু জানায়নি। পরে বুধবার বাড়ির লোকদের সমস্ত কিছু খুলে বলে। তারপরই মেয়েটির পরিবারের লোকেরা গাইঘাটা থানায় গিয়ে অভিযুক্ত যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে প্রতিবেশী ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
নাবালিকার মায়ের কথায়, “প্রতিবেশী ওই যুবক মাঝে মধ্যেই তাঁর মেয়েকে বিরক্ত করত। কিন্তু, এই ধরনের ঘটনা ঘটবে তা আশা করতে পারিনি। আমরা ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Hooghly News: শ্যুটআউটে অভিযুক্ত, গোঁফ পাকাতে পাকাতে বলল, ‘তৃণমূল করি’ !
আরও দেখুন