NOW READING:
Viral Video: ‘দু’গুলিতেই শেষ করে দেব!’ হাতে AK-47 নিয়ে নমোকে খুনের হুমকি একরত্তির…
March 12, 2025

Viral Video: ‘দু’গুলিতেই শেষ করে দেব!’ হাতে AK-47 নিয়ে নমোকে খুনের হুমকি একরত্তির…

Viral Video: ‘দু’গুলিতেই শেষ করে দেব!’ হাতে AK-47 নিয়ে নমোকে খুনের হুমকি একরত্তির…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ কী কাণ্ড! AK-47 হাতে দাঁড়িয়ে এক বাচ্চা মেয়ে। প্রকাশ্যে খুন করার হুমকি দিচ্ছে সে। সেই হুমকি আবার যে কারোর উদ্দেশ্যে নয়, একেবারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিচ্ছে। ভিডিয়োটি ঝড়ের গতিতে ভাইরাল হয়। ইতোমধ্যে সেটি তুমুল সমালোচনার মুখে ফেলে দিয়েছে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

এখন প্রশ্ন উঠছে, কে এই মেয়ে? কোথায় তার বাড়ি? তবে ভিডিয়োতে তার কথা শুনে মনে হচ্ছে যে, সে মুসলিম পরিবারের মেয়ে। ভাইরাল ভিডিয়োটিতে মেয়েটি রাইফেল হতা দাঁড়িয়ে রয়েছে। এবং বলছেন, ‘মিস্টার মোদী তুমি যাই হও না কেন, তুমি একজন বোকা লোক। যদি তুমি আমাদের দেশকে আর একবার মারো। আর কোনও মা, বাবা এবং বাচ্চাকে মারো, তাহলে আমি তোমার মুখে সামনে দাঁড়িয়ে তোমাকে মারব, তুমি দেখবে… আমার কাছে বন্দুক আছে। আর তাতে অনেক গুলি আছে ৫০টার মত। এবং আমি তোমাকে দুটি গুলি দিয়েই মেরে ফেলব। তুমি আর তখন বাঁচবে না এবং কোনও ডাক্তারও তোমাকে বাঁচাতে পারবে না- তুমি চিরকালের জন্য মাটিতে মিশিয়ে যাবে।’

মেয়েটি আরও বলেন, ‘কিন্তু আল্লাহও তোমাকে নিয়ে খুশি হবে না।’

(এই ভিডিয়োর সত্যতা জি ২৪ ঘণ্টা ডিজিটাল যাচাই করেনি)

ভিডিয়োটি নেটপাড়ায় তুমুল আলোড়নের সৃষ্টি করেছে। অনেকের মতে, এত ছোট বয়সে কী করে একটা মন বিষিয়ে যেতে পারে। আরও অনেকে, এই শিশুটির মৌলবাদে পরিবর্তন হয়ে যাওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটিজেন লেখেন, ‘এটা কি ভারতের ভিডিয়ো? যদি হয় তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত।’ অন্যদিকে, নিরাপত্তা সংস্থাগুলি সন্দেহ করছে যে ক্লিপটি পাকিস্তানের কোথাও রেকর্ড করা হলেও হতে পারে।

আরও পড়ুন:Eating Disorder: মোটা হয়ে যাব, ভয়ে শুধু জল খেয়ে ওজন ২৪ কেজি! ভয়ংকর মৃত্যু শ্রীনন্দার…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link