NOW READING:
Baba Ramdev on Mamata Kulkarni: ‘যে কেউ সাধ্বী হচ্ছে, বাবা হচ্ছে, অতই সোজা’! মমতা সন্ন্যাস নিতেই রেগে লাল বাবা রামদেব…
January 28, 2025

Baba Ramdev on Mamata Kulkarni: ‘যে কেউ সাধ্বী হচ্ছে, বাবা হচ্ছে, অতই সোজা’! মমতা সন্ন্যাস নিতেই রেগে লাল বাবা রামদেব…

Baba Ramdev on Mamata Kulkarni: ‘যে কেউ সাধ্বী হচ্ছে, বাবা হচ্ছে, অতই সোজা’! মমতা সন্ন্যাস নিতেই রেগে লাল বাবা রামদেব…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার মহাকুম্ভে সন্ন্যাসিনী হলেন নব্বইয়ের সেনসেশনাল নায়িকা মমতা কুলকার্নি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা এলাহাবাদে গিয়ে মহাকুম্ভে যোগ দেওয়ার মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন শাহরুখ-সলমানের এই নায়িকা। মহাকুম্ভের কিন্নর আখড়াতে ‘মহামণ্ডলেশ্বর’ রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করেছেন মমতা। এদিন নিজের পিণ্ডদানও করেন তিনি। মমতার সন্ন্যাস গ্রহণ প্রসঙ্গে মুখ খুললেন রামদেব। 

আরও পড়ুন- Selena Gomez | Donald Trump: ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধীতায় লাইভে এসে অঝোরে কান্না সেলেনার, পরে ডিলিট করেন ভিডিয়ো…

সন্ন্যাস নেওয়ার পর নতুন নামও গ্রহণ করেছেন মমতা কুলকার্নি। এখন তাঁর নতুন নাম— শ্রীময়ী মমতা নন্দ গিরি। কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর অর্থাৎ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী ও জুনা আখড়ার আচার্য স্বামী জয় আম্বানন্দ গিরির সঙ্গেও দেখা করেন মমতা। সন্ন্যাস নেওয়ার রীতির মাঝে অঝরো কাঁদেন মমতা কুলকার্নি। 

বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন ভারতের আলোচিত যোগগুরু বাবা রামদেব। রাগান্বিত স্বরে মমতাকে একরকম খোঁচাই মারতে দেখা গেল এ যোগগুরুকে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাবা রামদেব বলেন, ‘কেউ কেউ মহামণ্ডলেশ্বর হয়েছেন। কারও নামের সঙ্গে বাবা যোগ হচ্ছে। কুম্ভের নামে এ ধরনের এসব কাজ, বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া ঠিক নয়।আসল কুম্ভ হল যেখানে মানবতা থেকে দেবত্বে, ঋষিত্বে, ব্রহ্মে আরোহণ করা হয়। এটি হল শাশ্বতকে অনুভব করা, নিজের মধ্যে থাকা শাশ্বতকে জাগিয়ে তোলা।’

আরও পড়ুন- Saif Ali Khan: ‘মুসলমান, তাই জুহুতে কেউ আমায় বাড়ি বিক্রি করতে চায়নি’! বিস্ফোরক দাবি সইফ আলি খানের…

সম্প্রতি এক অভিনেত্রীর (মমতা) মহামণ্ডলেশ্বর হওয়া নিয়ে প্রশ্ন করা হলে বাবা রামদেব বলেন, ‘একদিনে কখনো সাধু হওয়া যায় না। এর জন্য বছরের পর বছর তপস্যা করতে হয়। এই সাধুত্ব অর্জন করতে আমাদের পঞ্চাশ বছরও লেগে যায়। একেই বলে সাধুত্ব। সন্ন্যাসী হওয়াটা অনেক বড় ব্যাপার। মহামণ্ডলেশ্বর হওয়া অত সহজ নয়। আজকাল দেখছি যে কেউ, কাওকে ধরে মহামণ্ডলেশ্বর হয়ে যাচ্ছেন। এমনটা হওয়া উচিত নয়। এবার কুম্ভমেলায় সবাই রিলস বানাতেই ব্যস্ত। ইচ্ছে হচ্ছে আর সাধ্বী হচ্ছেন বা বাবা হচ্ছেন। কুম্ভের উদ্দেশ্য তো তা নয়। কুম্ভ মানে ব্রহ্মজ্ঞানের খোঁজ।’

অন্যদিকে সন্ন্যাস নেওয়ার পর মমতা কুলকার্ণি বলেন, ‘অনেকেই হতাশ, আমার অনেক ফ্যান হতাশ, কারণ তাঁরা আশা করেছিলেন যে আমি আবার বলিউডে ফিরব। মহাকাল, মহাকালীর ইচ্ছার বাইরে কিছু হতে পারে না। মহাদেব, মহাকালীর আদেশ ছিল। এই দিনটা তিনি বেছে দিয়েছেন, আমি কিছু করিনি। ২০০০ সাল থেকে আমার তপস্যা। আজ আমার ২৩ বছর হয়ে গেল। ধ্যান, তপঃ, আর মহামণ্ডেলেশ্বরের যে উপাধি পেয়েছি। বহু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এরপর আমি মহামণ্ডেলেশ্বরের উপাধি পেয়েছি।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal