NOW READING:
Yashasvi Jaiswal | IPL 2025: আইপিএলের মাঝেই দলবদল! আবেদনপত্র জমা যশস্বীর, খেলতে খেলতে আচমকা এমন কী হল?
April 2, 2025

Yashasvi Jaiswal | IPL 2025: আইপিএলের মাঝেই দলবদল! আবেদনপত্র জমা যশস্বীর, খেলতে খেলতে আচমকা এমন কী হল?

Yashasvi Jaiswal | IPL 2025: আইপিএলের মাঝেই দলবদল! আবেদনপত্র জমা যশস্বীর, খেলতে খেলতে আচমকা এমন কী হল?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল প্রতিভা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে আইপিএল (IPL 2025) খেলতে খেলতেই কেরিয়ারে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেলন তিনি। অনূর্ধ্ব-১৯ থেকেই যশস্বীর মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন, তবে পরের মরসুমে তিনি গোয়ার হয়ে খেলবেন বলেই খবর। যশস্বী দলবদলের এনওসি চেয়ে আবেদনপত্র ইমেইল করেছেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ)। সাম্প্রতিকে অতীতে অর্জুন তেন্ডুলকর এবং সিদ্ধেশ লাড হলেন মুম্বই ছেড়ে গোয়ায় এসেছেন। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফির পর ২০২৪-২৫ রঞ্জি ট্রফিতে খেলেছেন যশস্বী। অস্ট্রেলিয়ায় ভরাডুবির পর বিসিসিআই, টিম ইন্ডিয়ার তারকাদের জন্য, ঘরোয়া পর্যায়ে লাল বলের ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছিল যার ফলে রোহিত শর্মা, বিরাট কোহলি ও যশস্বী নিজের রাজ্যের হয়ে খেলেছিলেন। এমসিএ-র এক সূত্রকে উদ্ধৃত করে এক সর্বভারতীয় মিডিয়াকে লিখেছে, ‘যশস্বী আমাদের কাছ থেকে এনওসি চেয়েছেন, এবং গোয়ায় স্থানান্তরের কারণ ব্যক্তিগত বলে জানিয়েছেন।’ ওদিকে আবার সংবাদসংস্থা পিটিআই গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব শাম্বা দেশাইকে উদ্ধৃত করে লিখেছেন, ‘যশস্বী আমাদের হয়ে খেলতে চেয়েছে। আমরা ওকে স্বাগত জানাই। আগামী মরসুম থেকে যশস্বী আমাদের হয়ে খেলবে।’ জানা যাচ্ছে যশস্বী গোয়ার অধিনায়কও হতে পারেন। এই বিষয়ে শাম্বা বলেছেন, ‘ও ভারতের হয়ে খেলে, তাই ও গোয়ার অধিনায়ক হতেই পারে এবং আমরা তাঁকে নিয়োগের কাজ করব। ঘরোয়া ওকে পাওয়ার বিষয়ে এখনও আমাদের কথা হয়নি।’

রাজস্থান রয়্যালসের হয়ে চলতি আইপিএলে যশস্বী একেবারেই ছন্দে নেই। ফ্র্যাঞ্চাইজির হয়ে রান পেতে হিমশিম খাচ্ছেন ওপেনিং ব্যাটার। মাত্র তিন ম্যাচে ৩৪ রান করেছেন যশস্বী। তিন ম্যাচে, আরআরের সবচেয়ে বিস্ফোরক ব্যাটার মাত্র ১১.৩৩ গড়ে রান করেছেন, স্ট্রাইক রেট ১০৬.২৫ এবং সেরা স্কোর ২৯। এখনও পর্যন্ত, যশস্বী ১, ২৯ এবং ৪ রান করেছেন। ২০২৪ সালের আইপিএল থেকেই পাওয়ারপ্লে চলাকালীন যশস্বী অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। বিশেষ করে প্রথম তিন ওভারে। ইনিংসের প্রথম তিন ওভারের মধ্যে ১৮ বার যশস্বী আউট হয়েছেন। এটি ৪৪ শতাংশ ‘ডিসমিসাল রেট’। ২০২২ এবং ২০২৩ মরসুমে ২৯ শতাংশ ‘ডিসমিসাল রেট’ ছিল তাঁর, যেখানে এই ব্যাটার সেই মরসুমে ৬২৫ রান করেছিলেন। ২০২৪ আইপিএল যশস্বীর জন্য হতাশাজনক ছিল! তিনি ৩১.০৭ গড়ে এবং প্রায় ১৫৬-র স্ট্রাইক রেটে ৪৩৫ রান করেছিলেন, কিন্তু টুর্নামেন্টে তিনি মাত্র একটি সেঞ্চুরি এবং পঞ্চাশ রান করতে পেরেছিলেন। এটি লক্ষণীয় যে, গত দুই মরসুমে তাঁর আক্রমণাত্মক শটের শতাংশ আগের দুই মরসুমের তুলনায় ৭০ শতাংশে নেমে এসেছে।

আরও পড়ুন: প্রীতিদের চরম অপমান পন্থের! পঞ্জাবের ভয়ংকর প্রতিশোধ, আইপিএলে আগুন জ্বলছে…

আরও পড়ুন: আইপিএলে চিয়ারলিডারদের ম্যাচপিছু উপার্জন কত? আপনার ধারণারও বাইরে সেই অঙ্কের পরিমাণ

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link