# Tags
#Blog

WATCH | India vs Australia: চড়চড়িয়ে বাড়ছে BGT 2024-র উত্তাপ, হর্ষিতের হয়ে স্টার্ককে পাল্টা স্লেজ যশস্বীর…

WATCH | India vs Australia: চড়চড়িয়ে বাড়ছে BGT 2024-র উত্তাপ, হর্ষিতের হয়ে স্টার্ককে পাল্টা স্লেজ যশস্বীর…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেট অনুরাগীদের চোখ এখন শুধুই পারথে। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির (BGT 2024) প্রথম ভারত-অস্ট্রেলিয়া টেস্ট (India vs Australia 1st Test) চলছে। স্লেজিং বনাম স্লেজিংয়ের খেলায় চড়চড়িয়ে বাড়ছে ইন্দো-অজি যুদ্ধের উত্তাপ। পারথ টেস্টের দ্বিতীয় দিনে চলল স্লেজিং বনাম পাল্টা স্লেজিং। চর্চায় ভারতের দুই তরুণ তুর্কি- অভিষেককারী হর্ষিত রানা (Harshit Rana), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। প্রতিপক্ষ বিশ্ববন্দিত পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)। 

আরও পড়ুন: অবিশ্বাস্য! অসম্ভব! তিলক ভার্মা যা করলে তা বিশ্বে কেউ কখনও করেননি…

প্রথম ইনিংসে ভারতের করা ১৫০ রানের জবাবে অজিরা গুটিয়ে যায় ১০৪ রানেই। গতকালের দুই অপরাজিত ব্যাটার অ্য়ালেক্স ক্য়ারে ও মিচেল স্টার্ক এদিন হাতে ৬৬ রান ও তিন উইকেটের পুঁজি নিয়ে মাঠে নেমেছিলেন। ক্য়ারে ২১ রানে ফিরে গেলেও, স্টার্ক কিন্তু ক্রিজ আঁকড়ে পড়েছিলেন। ১১২ বল খেলে তিনি ২৬ রান যোগ করেছিলেন স্কোরবোর্ডে। হর্ষিত বাউন্সার অস্ত্রেই স্টার্ককে ঘায়েল করার উদ্দেশ্য়ে নিয়ে বল করছিলেন… 

আচমকাই স্টার্ক একটি বাউন্সারে থতমত খেয়ে গিয়েছিলেন, এরপর তিনি হর্ষিতকে বলেন, ‘আমি তোমার থেকে জোরে বল করি। আমার স্মৃতি খুবই লম্বা।’ যা শুনে হর্ষিত কিছু না বলে হাসেন শুধু। এরপর হর্ষিতের এক বাউন্সার স্টার্কের হেলমেটেও লেগেছিল। এরপর স্টার্ক যখন নন-স্ট্রাইকিং এন্ডে চলে এসেছিলেন, তখন তিনি হর্ষিতকে বলেন, ‘তোমার হাতে কতগুলি বাউন্সার আছে?’ হর্ষিত শুনে বলেন যে, ‘১২টি’! হাসির ছলেই স্টার্ক বলেন, ‘তাহলে এখন ১-০ চলছে…’ হর্ষিতের শট বলে, স্টার্ক চালিয়ে খেলতে গিয়েই পন্থের হাতে ক্য়াচ তুলে দেন। 

যদিও বিষয়টি এখানে মেটেনি, ভারতের দ্বিতীয় ইনিংস চলাকালীন যশস্বী আবার স্লেজ করে বসেন স্টার্ককে। তিনি অজি পেসারকে বলেন, ‘খুবই ধীরে আসছে বল!’ যা শুনে স্টার্ক হেসেই ফেলেন। দ্বিতীয় দিনের ভারত-অস্ট্রেলিয়ার খেলা শেষ। ২১৮ রানের লিড নিয়ে ফেলেছে ভারত। এক উইকেটও পড়েনি। দুই ওপেনার কেএল রাহুল (৬২) ও যশস্বী (৯০) অপরাজিত রয়েছেন। দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১৭২/০

আরও পড়ুন: অনেক হয়েছে! এবার তিনিই পাকাপাকি অধিনায়ক? বুমরার বিরাট বিবৃতিতে ধেয়ে এল মহাপ্রলয়…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal