NOW READING:
Abhishek Sharma Slams Indigo: ‘আমার শুধু এক…’! ইন্ডিগোর সঙ্গে ‘জঘন্যতম’ অভিজ্ঞতায় ফুঁসছেন ভারতীয় দলের তারকা…
January 13, 2025

Abhishek Sharma Slams Indigo: ‘আমার শুধু এক…’! ইন্ডিগোর সঙ্গে ‘জঘন্যতম’ অভিজ্ঞতায় ফুঁসছেন ভারতীয় দলের তারকা…

Abhishek Sharma Slams Indigo: ‘আমার শুধু এক…’! ইন্ডিগোর সঙ্গে ‘জঘন্যতম’ অভিজ্ঞতায় ফুঁসছেন ভারতীয় দলের তারকা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নয়াদিল্লি বিমানবন্দরে ইন্ডিগোর (Indigo) সঙ্গে ‘জঘন্যতম’ অভিজ্ঞতার সাক্ষী হলেন ভারতীয় ক্রিকেট তারকা অভিষেক শর্মা (Abhishek Sharma)। ২৪ বছরের পঞ্জাবের ক্রিকেটার গন্তব্যস্থলের বিস্তারিত তথ্য না দিলেও, কাব্য মারানের সানরাইজার্স হায়দরবাদের (SRH) স্টার ঝেড়ে কাপড় পরিয়ে দিলেন ভারতীয় বিমানসংস্থাকে, অহেতুক শুধু কাউন্টার থেকে কাউন্টারে ঘুরেই অভিষেক বিমান ধরতে পারেননি!

দেশের জার্সিতে ডজন টি-টোয়েন্টি ম্যাচ খেলা অভিষেক, তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পুরো ঘটনার বিবরণ দিয়ে লেখেন, ‘দিল্লি বিমানবন্দরে ইন্ডিগোর সঙ্গে জঘন্যতম অভিজ্ঞতা হল। এবং কর্মীদের আচরণ নিয়ে কিছু বলার নেই। বিশেষ করে কাউন্টার ম্যানেজার মিসেস সুস্মিতা মিত্তলের ব্যবহার একেবারেই গ্রহণযোগ্য ছিল না। আমি সঠিক সময়ে কাউন্টারে সময়মতো পৌঁছেছিলাম, কিন্তু তাঁরাই আমাকে অপ্রয়োজনীয়ভাবে অন্য একটি কাউন্টারে যেতে বলেছিল। শুধু এটা জানতে পাঠানো হয়েছিল যে, চেক-ইন বন্ধ হয়ে গিয়েছে! যার ফলে আমি আমার ফ্লাইট মিস করে গেলাম। আমার স্রেফ একদিনের ছুটিই ছিল যা পুরোপুরি নষ্ট হয়ে গেল। পরিস্থিতি আরও খারাপ করার জন্য, তারা আর কোনও সাহায্য় করস না। এখনও পর্যন্ত আমার দেখা ইন্ডিগোই জঘন্যতম  বিমান সংস্থা এবং ততধিক খারাপ তাদের স্টাফ ম্য়ানেজমেন্ট।’

ইন্ডিগোর সঙ্গে ভ্রমণের খারাপ অভিজ্ঞতা বহু মানুষেরই, প্রতিদিনই ভূরি ভূরি অভিযোগ জমা পড়ে। ‘এয়ারহেল্প স্কোর রিপোর্ট ২০২৪’-এ এই দেশীয় বিমান সংস্থাটিকে ১০৯টির মধ্যে ১০৩ নম্বর স্থানে রেখেছে। প্রতিবেদনে এয়ার ইন্ডিয়াকে ৬১ নম্বর এবং এয়ারএশিয়াকে ৯৪ নম্বরে রাখা হয়েছে। 

আরও পড়ুন: অবিশ্বাস্য ৬৬৪ গড়! ২০১৬-র পর খেলেননি ভারতের হয়ে, নির্বাচকদের ভাবনায় ফের ব্রাত্যজন

অভিষেককে এবার ফের দেখা যাবে দেশের জার্সিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রয়েছেন তিনি। ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের শুভারম্ভ। শেষ ২ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড হয়েছে সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেলকে (উইকেটরক্ষক) নিয়ে।

ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচি
২২ জানুয়ারি: প্রথম টি-টোয়েন্টিআই (কলকাতা)
২৫ জানুয়ারি: দ্বিতীয় টি-টোয়েন্টিআই (চেন্নাই)
২৮ জানুয়ারি: তৃতীয় টি-টোয়েন্টিআই (রাজকোট)
৩১ জানুয়ারি: চতুর্থ টি-টোয়েন্টি আই (পুণে)
২ ফেব্রুয়ারি: পঞ্চম টি-টোয়েন্টিআই(মুম্বই)

আরও পড়ুন:  ইডেনেই দেশের জার্সিতে শামি, ইংরেজদের বিরুদ্ধে আগুনে স্কোয়াড, বাদ একাধিক সুপারস্টার!

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link