Women Serial Killers: এসো, বন্ধু হই… তিন মেয়ের ডাকে সাড়া দিলেই খেতে হবে সায়ানাইড-শরবত! হাড়হিম সিরিয়াল কিলার…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্ধুত্বের ফাঁদে পা দিয়েছেন কি মরেছেন… কারণ আপনাকে খেতে হবে সায়ানাইডের শরবত। তারপরের কথা আর নাই বা ভাবলেন। কোনও গল্প কথা নয়। পর পর এভাবেই ঠান্ডা মাথায় খুন করে গিয়েছেন তিন মহিলা। হাড়হিম করা হত্যালীলায় স্তম্ভিত পুলিসও। তিনজন মহিলা প্রথমে অপরিচিতদের সঙ্গে বন্ধুত্ব করত। ছাপোষা মুখগুলো দেখে বোঝারই উপায় নেই যে এদের মনের ভিতরে চলছে ভয়ঙ্কর এক ফন্দি।
আরও পড়ুন, Agni 4 Missile: পাল্লায় প্রতিবেশী একাধিক দেশ, শক্তিশালী অগ্নি ৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত
তিনজন মহিলা সদস্যের গ্যাং সেই ২০২২ সাল থেকে মানুষ মারার কাজ চালিয়ে যাচ্ছিল। জানা গিয়েছে, এ পর্যন্ত মোট ৪ জন নিরপরাধের প্রাণ কেড়েছে তারা। কিন্তু অবশেষে পুলিসের ফাঁদে পা দিতেই হল। অভিযুক্ত তিন মহিলার নাম মুদিয়ালা ভেঙ্কটেশ্বরী (৩২), মুঙ্গাপ্পা রাজানি (৪০), গন্টু রামানাম্মা (৬০)। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার তেনালির ইয়াদালা লিঙ্গাইয়া কলোনীর তিন বাসিন্দা।
অন্ধ্রপ্রদেশের তেনালি জেলায় কয়েক দিন ধরেই অজ্ঞাতপরিচয় পুরুষ এবং মহিলার দেহ উদ্ধার হচ্ছিল। যে ঘটনা ঘিরে জেলায় আতঙ্ক বাড়ছিল। তিন মহিলা-সহ চার জনের দেহ উদ্ধার করে পুলিস। সেই ঘটনাই খোঁজ দেয় তিন মহিলার। পর পর খুনের কিনারা করতে গিয়ে তিন সন্দেহভাজন মহিলার খোঁজ পেয়ে গ্রেফতার করেছে পুলিস।
চলতি বছরের জুন মাসে নাগুর বি নামক এক মহিলার হত্যার ঘটনা এবং আরও দুইজনকে একইভাবে সায়ানাইড মেশানো পানীয় খাইয়ে হত্যার চেষ্টার পরই পুলিস সিরিয়াল কিলারদের হদিশ পায়। জানা গিয়েছে, এই সিরিয়াল কিলাররা তাদের এক বন্ধুর থেকে সায়ানাইড পেত। সে পেশায় একজন এসি মেকানিক। আবার সোনার গয়নার কারিগরদের থেকেও এই বিষ জোগাড় করত তারা। তাদের কাছ থেকে উদ্ধার করা সায়ানাইড সহ আরও অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিস।
আরও পড়ুন, Somnath Express Derails: আবার ট্রেন দুর্ঘটনা! লাইন থেকে নেমে গেল কোচ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)