NOW READING:
Bihar Shocker: মাটিতে দুই পা গাঁথা পেরেক দিয়ে, হাইওয়ের ধারে গণলালসার বলি যুবতী…
March 7, 2025

Bihar Shocker: মাটিতে দুই পা গাঁথা পেরেক দিয়ে, হাইওয়ের ধারে গণলালসার বলি যুবতী…

Bihar Shocker: মাটিতে দুই পা গাঁথা পেরেক দিয়ে, হাইওয়ের ধারে গণলালসার বলি যুবতী…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পায়ের ১০ আঙুলে পেরেক গাঁথা! মহিলার মৃতদেহ ঘিরে তীব্র চাঞ্চল্য। গা শিউড়ে ওঠার মত ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলায়। বুধবার সন্ধ্যের দিকে চান্ডি থানার আওতাধীন বাহাদুরপুর গ্রামে গ্রামবাসীরা মহিলার দেখতে পায়। সঙ্গে সঙ্গে পুলিস কর্তৃপক্ষকে খবর দেয়। পুলিস ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিহারশরিফ সদর হাসপাতালে পাঠায়।

চান্ডি থানার এসএইচও সুমন কুমার জানিয়েছেন, মহিলার মৃত্যু কীভাবে হয়েছে, এবং কীভাবে তার দেহ গ্রামের রাস্তায় এসেছে তা নিয়ে জোর তদন্ত চলছে। পুলিসের সন্দেহ যে, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার পর বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে চাঁচাছোলা আক্রমণ করেন। শুধু তাই নয়, তেজস্বী ঘটনাটিকে সংসদেও তোলেন। তিনি মুখ্যমন্ত্রী নীতিশকে তার নিজ জেলার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেন। তেজস্বী যাদব এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন যে, ‘নারীদের উপর অত্যাচারের ক্ষেত্রে বিহার শীর্ষ রাজ্যগুলির মধ্যে রয়েছে। মুখ্যমন্ত্রীর লজ্জিত হওয়া উচিত। যদি কেউ এই হৃদয়বিদারক ভয়াবহ ঘটনায় প্রভাবিত না হন, তাও তার নিজ জেলায়, তাহলে তিনি মানুষ নন।’

আরও পড়ুন:Mysterious Disease: কাশি, বুকে ব্যথা তারপর মৃত্যু! রহস্যময় রোগে মৃত ১৩, ছত্তিশগড়ে আতঙ্ক…

তেজস্বী যাদবকে পাল্টা জবাবও দেয় নীতীশ সরকার। নীতীশ সরকার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বীকে তার বাবা-মা লালু প্রসাদ এবং রাবড়ি দেবীর আমলে ‘জঙ্গল রাজ’-এর কথা মনে করিয়ে দেয়। এটি ২০০৫ সালে নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যের অগ্রগতি এবং উন্নয়নের কথাও তুলে ধরে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link