NOW READING:
Viral Video | Woman strips naked on Southwest flight: প্লেনে আচমকাই উলঙ্গ হয়ে তাণ্ডব! মহিলার কীর্তিতে চক্ষু চড়কগাছ…
March 7, 2025

Viral Video | Woman strips naked on Southwest flight: প্লেনে আচমকাই উলঙ্গ হয়ে তাণ্ডব! মহিলার কীর্তিতে চক্ষু চড়কগাছ…

Viral Video | Woman strips naked on Southwest flight: প্লেনে আচমকাই উলঙ্গ হয়ে তাণ্ডব! মহিলার কীর্তিতে চক্ষু চড়কগাছ…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এনবিসির সহযোগী সংস্থা কেপিএনএক্স জানিয়েছে, সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমানে একজন মহিলা সকল যাত্রীদের সামনে হঠাৎই তাঁর পোশাক একে একে খুলতে শুরু করে। সেখানে উপস্থিত ছিল বুড়ো থোকো বাচ্চা সকলেই। সকল যাত্রীদের সামনে পোশাক খুলতে খুলতে ওই মহিলা ভয়ংকর চিৎকার করতে শুরু করে। জানা গেছে, তাঁর জন্য বিমান কর্মীরাও অসম্ভব হয়রানির শিকার হয়েছেন। এমনকি তাঁর জন্য বিমানটিকে গেটে ফিরিয়ে আনতে বাধ্য করেন বিমানকর্মীরা। 

আরও পড়ুন: Youth urinates inside room: লুকিয়ে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলার অন্তর্বাস স্পর্শ! স্বামী জাগতেই ভয়ে প্রস্রাব করে ফেললেন যুবক…

জানা যাচ্ছে, হিউস্টন থেকে আসা বিমানটি ফিনিক্সের উদ্দেশ্যে যাচ্ছিল। একটি প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, মহিলাটি প্রথমে কেবিনের সামনের দিকে হেঁটে যান এবং বিমানটি যখন রানওয়েতে ছিল তখন তিনি ফ্লাইট থেকে নামিয়ে দেওয়ার কথা বলতে থাকেন। সেই মুহূর্তে বিমানটিকে দাঁড় করানো সম্ভব ছিল না। ফলে সেই মহিলা বিমানটিকে থামাতে সকল যাত্রীদের সামনে একে একে তাঁর শরীর থেকে সকল পোষাক খুলতে শুরু করেন। 

আরও পড়ুন:  80000 crore gold reserve in Indus: জলে মিশে সোনা! ৮০০০০ কোটির স্বর্ণভান্ডার! ভাগ্য খুলে গেল ভারতের পড়শি দেশের…

এই ঘটনাটির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তুমুলভাবে ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যাচ্ছে ওই মহিলাটি সম্পূর্ণ নগ্ন হয়ে অন্যান্য সকল যাত্রীদের উপেক্ষা করে করিডোরে হাঁটতে হাঁটতে চিৎকার করতে থাকেন। ওই ভিডিয়োটিতে দেখা যায়, কেউ কেউ ওই মহিলার ভিডিয়ো করছিলেন তাঁরই সামনে। তাতে তিনি বিন্দুমাত্র বিব্রত না হয়ে একই কাজ করতেই থাকেন। 

ওই মহিলার সহযাত্রীরা এই ভয়াবহতার কথা স্মরণ করেই সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিয়ো পাস্ট করেন। তাতেই দেখা যায় বেশ কিছু মানুষ নানান মন্তব্য করেন। একজন লেখেন, ‘এটা সত্যিই খুব অস্বস্তিকর ও ভীতিকর পরিস্থিতি ছিল।’ আবার একজন বলেন, ‘আমার মনে আছে মহিলা বলেছিল যে সে ফ্লাইট থেকে নামতে চায়।’ মহিলার আর একজন সহযাত্রী বলেন, ‘সে সম্পূর্ণ উলঙ্গ হয়ে লাফিয়ে এদিক ওদিক দাপিয়ে বেড়াতে শুরু করেন, বলতে থাকেন ফ্লাইট থেকে এক্ষুনি নেমে যেতে চাই। সে তো ভয়ংকর চিৎকার করতে শুরু করেন।’ অন্য একজন বলেন, ‘এটা খুবই মর্মান্তিক ঘটনা ছিল, এর জন্য আমরা সবাই সম্পূর্ণভাবে অবাক হয়ে গিয়েছিলাম।’ আরও বলেন, ‘এটা খুবই স্পষ্ট ছিল যে সে মানসিকভাবে একদমই ভেঙে পড়েছিল।’ 

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সে তার পুরো শরীর একজন মহিলা বিমানকর্মীর উপর রেখে তিনি ক্রমাগত ঘষছিলেন, যা খুবই দৃষ্টিকটূ ছিল।’ 

হিউস্টন পুলিস বিভাগের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, স্টান্ট করার পর ওই মহিলাকে আটক করা হয়েছে। অবশেষে, তাঁকে চিকিৎসা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেছেন এই মুহূর্তে মহিলার বিরুদ্ধে কোনও রকম অভিযোগ আনা হবে না।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

সাউথওয়েস্ট এয়ারলাইন্স একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘সোমবার বিকেলে হিউস্টন থেকে ফিনিক্সগামী ফ্লাইট ৭৩৩-এর সঙ্গে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলি দেখা করে। যখন যাত্রীদের সঙ্গে এমন ঘটনা ঘটতে শুরু হয়, তখন এইরূপ পরিস্থিতি দেখে গেটে ফিরে আসেন তাঁরা। আমরা গ্রাহকদের কাছে পরিস্থিতি সামাল দিতে বিলম্ব হওয়ার জন্য ক্ষমা চেয়েছি এবং তাদের ধৈর্য্যেরও প্রশংসা করেছি। তাঁদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে।’ 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link