NOW READING:
Attack on Woman: খাস কলকাতায় গাড়ি দাঁড় করিয়ে তরুণীকে ধারালো অস্ত্রের কোপ!
January 30, 2025

Attack on Woman: খাস কলকাতায় গাড়ি দাঁড় করিয়ে তরুণীকে ধারালো অস্ত্রের কোপ!

Attack on Woman: খাস কলকাতায় গাড়ি দাঁড় করিয়ে তরুণীকে ধারালো অস্ত্রের কোপ!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্পর্কের টানাপোড়েনের জের? রাতের শহরে এবার গাড়ি দাঁড় করিয়ে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ! গ্রেফতার নাবালক-সহ। হাড়হিমকাণ্ড ইএম বাইপাসে। 

আরও পড়ুন:  Local Train Cancel: শিয়ালদহ থেকে দক্ষিণ রুটে বিপদ! ১ থেকে ৩ তারিখ বাতিল ১০৮ লোকাল…

পুলিস সূত্রের খবর, ঘড়িতে তখন প্রায় সাড়ে ন’টা। ইএম বাইপাস দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন বছর চব্বিশের এক তরুণী। হঠাত্‍ বাইকে চেপে হাজির হয় ৩ জন। এরপর গাড়িটিকে দাঁড় করিয়ে ওই তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে তারা। আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন NRS হাসপাতালে ভর্তি।

এদিকে ইএম বাইপাসে তখন টহল দিচ্ছিলেন প্রগতি ময়দান থানায় পুলিস। চিত্‍কার শুনে ঘটনাস্থলে যান তারা এবং তিনজনকে ধরে ফেলেন। ধৃতদের মধ্যে একজন নাবালক। এখনও পর্যন্ত যা খবর, গাড়িতে ওই তরুণীর সঙ্গে ছিলেন ওই নাবালকের বাবাও। পুলিসের জেরার মুখে ওই নাবালিকা দাবি করেছে, ওই তরুণীর সঙ্গে  বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তার বাবা। সেকারণেই এই হামলা।

আরও পড়ুন:  RSS 100 Years: দুর্গাপুজোতেই ১০০ পূর্তি সংঘের! শতবর্ষে বিজয়া দশমীতে বিশেষ কর্মসূচি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link