জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিনের পর দিন ছেলের কুকীর্তি। শেষপর্যন্ত থাকতে না পেয়ে ভয়ংকর কাণ্ড করে বসলেন খোদ মা। নিজের ছেলেকে কুকুল দিয়ে ৫ টুকরো করলেন। তারপর সেই দেহাংশ ফেলে দিয়ে এলেন গ্রামে পাশের ক্যানালে। তার পর থেকেই উধাও ওই মহিলা। পুলিস এখনও তার নাগাল পায়নি। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায়।
আরও পড়ুন-মর্মান্তিক! দৌড়তে-দৌড়তেই চিরতরে থমকে গেল জীবনের দৌড়, ১৯-এর তরুণের এ কী পরিণতি…
প্রকাশাম জেলার পুলিস সুপার এ আর দামোদর সংবাদমাধ্যমে বলেন, কে লক্ষ্মী নামে ওই মহিলা তাঁর ছেলে কে শ্যামাপ্রসাদকে খুন করেছেন। পেশায় সাফাইকর্মী ওই যুবক খুন হয়েছে গত ১৩ ফেব্রুয়ারি। প্রসাদকে খুন করতে লক্ষ্মীকে সাহায্য করেছে তার আত্মীয়রাই।
কেন এমন ভয়ংকর ঘটনা? দামোদর জানিয়েছেন, ছেলের বিকৃতি আর সহ্য় করতে পারছিলেন না লক্ষ্মী। সম্প্রতি নিজের মামীকে ধর্ষণের চেষ্টা করেছিল প্রসাদ। এছাড়াও বেঙ্গালুরু, খান্নম ও হায়দরাবাদে একাধিক আত্মীয়র সঙ্গে অশালীন আচরণ করেছিল প্রসাদ।
পুলিসের দাবি একটি কুড়ুল দিয়ে কুপিয়েই ছেলেকে খুন করে লক্ষ্মী। তার পর প্রসাদের দেহ ৫ টুকরো করে। এরপর ৩টি বস্তায় দেহাংশ ভরে তা ফেলে দিয়ে আসে গ্রামের প্রান্তের ক্যানালে। লক্ষ্মীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। তবে তার নাগাল পায়নি পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)