NOW READING:
Mother Kills Daughter: চামচগুলো প্যাক করে দে… আদেশ না মানায় ৬-এর শিশুকন্যার গ*লা টি*পে মা*রল মা! অবিশ্বাস্য…
July 5, 2025

Mother Kills Daughter: চামচগুলো প্যাক করে দে… আদেশ না মানায় ৬-এর শিশুকন্যার গ*লা টি*পে মা*রল মা! অবিশ্বাস্য…

Mother Kills Daughter: চামচগুলো প্যাক করে দে… আদেশ না মানায় ৬-এর শিশুকন্যার গ*লা টি*পে মা*রল মা! অবিশ্বাস্য…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মা হল এমন একজন যে কিনা জীবনে সব রকম বাধা, বিপত্তি থেকে বাঁচিয়ে রাখে সন্তানকে। কিন্তু এক্ষেত্রে যেন এই চরিত্রটার মানেই বদলে গেল। ছয় বছরের মেয়েকে গলা টিপে খুন করল নিজেরই মা। ঘটনাটি ঘটে, আমদাবাদের ওধব থানা এলাকায়।

কেন মেয়েকে খুন করে মা?
পুলিস জানিয়েছে, অভিযুক্ত মা উষা বাড়িতে বসে প্লাস্টিক চামচ প্যাক করার কাজ করত। স্কুল ফেরত মেয়েকে কাজে সাহায্য় করার জন্য বলে উষা। কিন্তু ছয় বছরের আরুষি নাকচ করে দেয়। সেই রাগে নিজের মেয়েকে গলা টিপে দেয়।

আরও পড়ুন:Coal Mine Collapsed: ধসে পড়ল কয়লাখনি! ভয়ংকর দুর্ঘটনায় আটকে বহু, মৃত…

স্বামীর অভিযোগ:
ঘটনাটির অভিযোগ দায়ের করেন উষার দ্বিতীয় স্বামী অমিতকুমার লোধি। তিনি জানিয়েছেন, তিনি তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর উষাকে বিয়ে করেছিলেন। উষার আগের পক্ষের দুই সন্তান- আরুষি এবং ১২ বছরের ছেলে অঙ্কিত। অমিতের প্রথম পক্ষের সন্তান অনুও তাদের সঙ্গে থাকত।

ঘটনার দিন কী ঘটে?
অমিত জানান, মঙ্গলবার দুপুরের দিকে আরুষি স্কুল থেকে বাড়ি ফেরে। পরে উষা অমিতকে ফোন করে জানান, আরুষি মেঝেতে ঘুমিয়ে পড়েছে। এবং তার জ্ঞান নেই। অমিত যখন ছুটে বাড়ি ফেরে। তখন দেখে আরুষি কোনও সাড়া দিচ্ছে না। সঙ্গে সঙ্গে আরুষিকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে সিংগারভা সরকারি হাসপাতালে রেফার করে। সেখানে নিয়ে গেলে আরুষিকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতাল পুলিসকে খবর দেয়। এরপর আরুষির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আরও পড়ুন:New Toll Rates: কেন্দ্রের এই ঘোষণায় হাঁফ ছেড়ে বাঁচবেন! কমে গেল টোল ট্যাক্স, দিতে হবে মাত্র…

উষার স্বীকারোক্তি:

পরের দিন, বুধবার অমিত তার স্ত্রীকে ঘটনার সম্বন্ধ্যে জিজ্ঞাসা করে। উষা তাকে জানায়, প্লাস্টিকের চামচ প্যাক করতে নাকচ করায় উষা আরুষিকে ২-৩ বার চড় মারে। পরে রাগের বশে সে আরুষিকে শ্বাসরোধ করে খুন করে। আরুষি জ্ঞান হারালে উষা আতঙ্কিত হয়ে পড়ে। 

ময়নাতদন্তের রিপোর্ট ও গ্রেফতার:

পোস্টমর্টেম রিপোর্টে শ্বাসরোধ করে খুনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর, অমিতকুমার একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। যার ফলে উষাকে গ্রেফতার করা হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link