NOW READING:
Dowry Harassment: ২৫ লাখ টাকা, স্করপিও গাড়ি চাই! না দেওয়ায় বউমাকে HIV ইনজেকশন দিল শ্বশুরবাড়ি…
February 16, 2025

Dowry Harassment: ২৫ লাখ টাকা, স্করপিও গাড়ি চাই! না দেওয়ায় বউমাকে HIV ইনজেকশন দিল শ্বশুরবাড়ি…

Dowry Harassment: ২৫ লাখ টাকা, স্করপিও গাড়ি চাই! না দেওয়ায় বউমাকে HIV ইনজেকশন দিল শ্বশুরবাড়ি…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অতিরিক্ত পণ না দেওয়ায় স্ত্রীর উপর নারকীয় অত্যাচার। HIV সংক্রমিত ইনজেকশন দিয়ে তাঁকে খুন করার অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত পণের দাবির পূরণ না করায় ঘটনাটি ঘটে। নির্যাতিতা মহিলা বাবা অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, তাঁর সোনাল ২০২৩ সালে ১৫ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের হরিদ্বারের নাথিরাম সাইনির ছেলে অভিষেকের সঙ্গে বিয়ে দেন। 

বিয়ের সময় মেয়ের শ্বশুরবাড়িকে পণ হিসাবে একটি গাড়ি এবং নগদ ১৫ লক্ষ টাকা তিনি দেন। তা সত্ত্বেও, শ্বশুরবাড়ির লোকেরা খুশি ছিল না। কিছুদিন পরই তারা একটি স্করপিও এসইউভি গাড়ি এবং আরও ১০ লক্ষ টাকা দাবি করতে শুরু করে।

সোনালের বাবা আরও অভিযোগ তোলেন যে, মেয়ের শ্বশুরবাড়ির এই অতিরিক্ত পণের দাবি তারা নাকচ করে দেন। তখন শ্বশুরবাড়ির লোকজন তাঁদের মেয়ের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ঘটনাটিতে হরিদ্বারের জাসওয়ালা গ্রামের পঞ্চায়েত হস্তক্ষেপ করে। পঞ্চায়েতের কথা মেনে সোনাল শ্বশুরবাড়িতে ফিরে যায়। সেখানে ফিরে যাওয়ার পর তাঁর উপর ফের শারীরিক ও মানসির নির্যাতন করা শুরু হয়। এমনকী শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে জোর করে এইচআইভি ইনজেকশন দিয়ে দেয়।

আরও পড়ুন:Sabooj Sathi: পড়েছে মরচে, ঢেকেছে ধুলোয়! শয়ে শয়ে নষ্ট হচ্ছে ‘সবুজ সাথী’র সাইকেল…

ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরই সোনালের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তখন তাঁর বাবা-মা তাঁকে নিয়ে হাসপাতালে নিয়ে যান। চিকিত্‍সার পর জানা যায় যে, তিনি HIV-তে আক্রান্ত। যা শুনে রীতিমত হতচকিত হয়ে পড়ে সোনালের বাবা-মা। পরে তাঁর স্বামী অভিষেকের পরীক্ষা করানো হয়। কিন্তু তিনি HIV নেগেটিভ।

এরপরেই সোনালের বাবা-মা পুলিসের দ্বারস্থ হয়। কিন্তু অভিযোগ দায়ের করা সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিস কোনও ব্যবস্থা নেয়নি বলে জানা যায়। এরপর তাঁরা স্থানীয় আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে, গাঙ্গো কোতোয়ালি পুলিস অভিষেক, তার বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে পণ নির্যাতন, হামলা, হত্যার চেষ্টা-সহ বেশ কয়েকটি গুরুতর ধারায় মামলা দায়ের করে। মামলার তদন্তে উত্তরপ্রদেশ পুলিস।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link