জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তেইশের তরুণী। সোমবার হায়দরাবাদের কোম্পালি এলাকায় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন ওই তরুণী। দেহ গুরুতর আঘাত নিয়ে বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। বিপদ এখনও কাটেনি। চলন্ত ট্রেনে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেছিল এক তরুণ। উপায় না দেখে তিনি চলন্ত ট্রেন থেকেই বাইরে ঝাঁপ দেন। এমনটাই দাবি ওই তরুণীর।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
সেকেন্দ্রাবাদ থেকে মেডচাল যাবেন বলে ট্রেনে উটেছিলেন ওই তরুণী। উঠেছিলেন মহিলা কামরায়। তিনি জানিয়েছেন, কামরায় থাকা দুই মহিলা আলওয়াল স্টেশনে নেমে যান। রাত তখন অনেকটাই হয়েছে। সেইসময় কামরায় ওঠে বচর পঁচিশের এক তরুণ। সে ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। তরুণী অস্বীকার করলে সে জের করতে শুরু করে। শেষপর্যন্ত কোনও উপায় না দেখে চলন্ত ট্রেন থেকে নীচে ঝাঁপ দেন ওই তরুণী।
আরও পড়ুন-‘গরমে রোগা হন, আমার আইকন অভিষেক’! হুগলিতে রচনা-দাওয়াই…
আরও পড়ুন-হেভিওয়েট তৃণমূল নেতাদের এক্ষুনি গ্রেফতার করুন, বিচারকের রায় শুনে….
পুলিস সূত্রে খবর, মাথায় জোরাল আঘাত লেগেছে ওই তরুণীর। এর পাশাপাশি তার গাল, হাত, কোমর ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। স্থানীয় মানুষের সহায়তায় জিআরপি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তরুণী জানিয়েছেন যদি ওই লোকটিকে তার সামনে হাজির করা হয় তাহলে তিনি তাকে চিনতে পারবেন।
পুলিস অজ্ঞাত পরিচিতি ওই তরুণের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)