# Tags
#Blog

Ultodanga Accident: ভয়ংকর রেষারেষি! মহিলার পায়ের উপর দিয়ে চলে গেল বাস, আশঙ্কাজনক অবস্থা…

Ultodanga Accident: ভয়ংকর রেষারেষি! মহিলার পায়ের উপর দিয়ে চলে গেল বাস, আশঙ্কাজনক অবস্থা…
Listen to this article


অয়ন ঘোষাল: ফের বেপরোয়া বাসের জেরে দুর্ঘটনা। তেলেঙ্গাবাগানে দুই বাসের রেষারেষিতে ভয়ঙ্কর দুর্ঘটনা। জানা গিয়েছে গুরুতর আহত ১, ভর্তি করা হয়েছে আর জি কর হাসপাতালে। এলাকায় উত্তেজনা, বাসে ভাঙচুরও চালান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও বেপরোয়া বাস চালানোয় এলাকায় ঘটছে দুর্ঘটনা। 

অভিযোগ এই ঘটনার সময় মানিকতলা থানার পুলিস উপস্থিত থাকলেও তাঁদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে স্থানীয়রা। বাগবাজার-গড়িয়া স্টেশনের একটি বাস এবং হাওড়া-বারাসাত রুটের জনপ্রিয় L238 বাসের রেষারেষিতে এই দুর্ঘটনাটি ঘটে। 

দুই বাসের রেষারেষির মাঝে পড়ে এক মহিলার পায়ে বাসের চাকা উঠে যায়। গুরুতর আহত হয়েছেন তিনি। আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই মহিলাকে। তাঁকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের দাবি পুলিসি নিষ্ক্রিয়তা নিয়ে। 

বাসিন্দাদের অভিযোগ, এই জায়গায় সবসময়ই বেপরোয়া গতিতে বাস চালানো হয়। এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। এরপরও পুলিস কোনও ব্যবস্থা নেয় না, এমনই অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুন:2025 Warmest Year: ফের মৃত্যুমিছিল দেশে? সব রেকর্ড ভাঙবে ২০২৫-এর ভয়ংকর হিটওয়েভ…

উল্লেখ্য, গত মাসেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুলপড়ুয়ার। সল্টলেকে ২ নম্বর গেটের সামনে দুর্ঘটনা। ঘটনার পর রীতিমত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিস সূত্রে খবর সল্টলেক লাগোয়া বেসরকারি স্কুলের পড়ুয়াদেরকে নিয়ে বাড়ি ফিরছিলেন অভিভাবক। সেইসময় সল্টলেক ২ নম্বর গেট থেকে ২১৫এ রুটের দুটি বাস রেষারেষি করছিল। দুটি বাস রেষারেষি করতে গিয়ে স্কুটিকে ধাক্কা মারে। ফলে গুরুতর আহত হন অভিভাবক ও স্কুলপড়ুয়ারা। তাঁদেরকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় উল্টোডাঙায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় এক পড়ুয়ার। 

এই দুর্ঘটনা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কড়া নির্দেশ দিয়ে জানিয়েছেন, এই ধরণের ঘটনা বন্ধ না হলে এবার থেকে খুনের ধারা দিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ধরণের বিশৃঙ্খলা চলবে না। কিন্তু এত কড়া নির্দেশের পরও সেই একই চিত্র।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal