NOW READING:
Aamar Boss | Rakhee Gulzar: ২২ বছর পর ফের পর্দায় রাখি গুলজার! সামনে এল ‘আমার বস’-এর টিজার…
April 4, 2025

Aamar Boss | Rakhee Gulzar: ২২ বছর পর ফের পর্দায় রাখি গুলজার! সামনে এল ‘আমার বস’-এর টিজার…

Aamar Boss | Rakhee Gulzar: ২২ বছর পর ফের পর্দায় রাখি গুলজার! সামনে এল ‘আমার বস’-এর টিজার…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে সব প্রতিক্ষার অবসান। সামনে এল ‘আমার বস’ (Aamar Boss) -এর টিজার। এই ছবির হাত ধরেই বড় পর্দায় ফিরছেন কিংবদন্তি অভিনেত্রী রাখী গুলজার (Rakhee Gulzar)। ছবির টিজারে তাঁর দেখা মিলল শিবপ্রসাদের (Shiboprosad Mukherjee) হাত ধরে। গোটা অংশ জুড়েই দেখা গেল এক নামী কোম্পানির বস ও তাঁর মায়ের গল্প।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

টিজারে অনিমেষ গোস্বামী ও তাঁর মায়ের কথপোকথন দেখা গেল। শুরুতেই দেখা গেল বর্ষীয়মান অভিনেত্রীকে চোখে চশমা দিতে দেখা যায়। এরপরই বৃদ্ধার ছেলে সকলের সঙ্গে নিজের পরিচয় করিয়ে দেন। বলেন তিনি অনিমেষ গোস্বামী। ছেলেকে তাঁর মায়ের সঙ্গে গল্প করতেও দেখা যায়। কখনও-সখনও মায়ের ছেলে মানুষী আবদার মেটায় ছেলে। খাবার টেবিলে বসে মায়ের আবদার, ‘তুমি আমায় খাওয়াবে, নইলে আমি খাব না।’ আবার কখনও দেখা যায় তাঁর ছেলে তাঁকে বলছে, ‘মা, তোমার লাড্ডু আর অফিসের অনিমেষ দুজন সম্পূর্ণ আলাদা মানুষ।’ মা-ছেলের এই সুন্দর মিষ্টি সম্পর্কের বাইরের ‘গোস্বামী অ্যান্স সনস’ অফিসের বস অনিমেষ গোস্বামী। তিনি তাঁর সহকর্মীদের কড়া শাসনের মধ্যে রাখে। কখনও কখনও কর্মীদের ওপর চিত্‍কার করতে দেখা যায় তাঁকে। 

আরও পড়ুন: Salil Chowdhury: জন্মশতবর্ষে সলিল, বিশেষ প্রদর্শনীতে কিংবদন্তির ব্যবহৃত বাদ্যযন্ত্র থেকে হাতে লেখা গান…

এক কর্মীকে অনিমেষ চেঁচিয়ে বলেন, ‘আমি যদি বলি আমার মায়ের শরীর খারাপের জন্য আমি কোম্পানির কাউকে মাইনে দিতে পারবো না, তখন কী হবে!’ এরপরই দেখা যায়, তাঁর ছেলের ওপর বসগিরি করতে হাজির তাঁরই মা। 

অফিসে এসেই অনিমেষের মা, মহিলা কর্মীদের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব করে ফেলেন তিনি। তিনি তঁদের বলেন, ‘আমার ছেলে এই অফিসের একজন এমপ্লয়ী। এবার সে এমপ্লয়ীদের কাছ থেকে কাজ শিখবে। তাঁদের মনটা বুঝবে না?’ এই প্রশ্নের পরই শেষ হয় এই টিজারটি। 

আমার বস টিজার দেখে এটা স্পষ্ট যে অনিমেষের মা চায়, তাঁর ছেলের অফিসে গিয়ে বসগিরি করতে। একদিকে মায়ের আবদার অন্যদিকে অফিসে সবগিরি করতে করতে চরম নাজেহাল হয়ে যায় অনিমেষ ওরফে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তবে, ছবির গল্প ঠিক কেমন হবে তা দেখতে হলে অপেক্ষা করতে হবে ৯ই মে অবধি। 

আরও পড়ুন: Manoj Kumar Death: বলিউডে আরও এক নক্ষত্রপতন, শোকাহত ‘প্রিয় বন্ধু’ থেকে প্রধানমন্ত্রী সকলেই…

‘আমার বস’ ছবিতে রাখী গুলজার, শিবপ্রসাদ ছাড়াও দেখা যাবে কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), শ্রুতি দাস (Shruti Das), আভেরি সিংহ রায় (Avery Singha Roy), ঐশ্বর্য সেন (Aishwarya Sen), উমা বন্দ্যোপাধ্যায়কে (Uma Bandyopadhyay)। কেমন হবে আমার বস ছবি তার উত্তর পেতে অপেক্ষা করতে হবে ৯ই মে পর্যন্ত।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link