NOW READING:
Iran Israel War: ইহুদিদের কোনও ক্ষমা নয়, হুংকার খোমেইনির
June 18, 2025

Iran Israel War: ইহুদিদের কোনও ক্ষমা নয়, হুংকার খোমেইনির

Iran Israel War: ইহুদিদের কোনও ক্ষমা নয়, হুংকার খোমেইনির
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরান ও ইসরায়েলের সঙ্গে সংঘাত আরও তীব্র হচ্ছে। ইরানের দাবি, বুধবার ভোরে তারা ইসরায়েলে হাইপারসনিক মিসাইল ছুড়েছে। অন্যদিকে, ইসরায়েলের বক্তব্য, ইরানের পানমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে তারা। এরকম এক পরিস্থিতিতে ইসরায়েলকে হুমকি দিতে ছাড়লেন না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খোমেইনি।

সোশ্যাল মিডিয়ায় খোমেইনি লিখেছেন, ‘ইসরালেয়েল সন্ত্রাসি ইহুদি শাকদের বিরুদ্ধে আমরা শক্তিশালী হামলা চালাব। ইহুদিদের কোনও ক্ষমা নয়।’ অন্যদিকে, ইরানের চিফ অব আর্মি স্টাফ বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এতদিন যা হয়েছে তা কেবল সাবধান করার জন্য। আসল আক্রমণ এবার হবে।

অন্যদিকে, ইসরায়েল সরকার তেহরানবাসীদের সতর্ক করে দিয়েছে। আইডিএফের তরফে বলা হয়েছে তেহরানের ডিস্ট্রিক্ট ১৮ থেকে মানুষজনকে সরে যেতে হবে। কারণ এবার ওই জায়গায় অপারেশন চালাবে আইডিএফ। ইতিমধ্য়েই ইসরায়েল ইরানের একাধিক সেনা  স্থাপনা ও পরমাণু কেন্দ্রের উপরে হামলা চালিয়েছে। 

ইরান-ইসরায়েল লড়াইয়ে এবার ফের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে। ইরানের আকাশে আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে। আমরা জানি কোথায় লুকিয়ে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। আমাদের ধৈর্য কম আসছে। 

আরও পড়ুন-ফের ক্রুসেড! ইরান-তুর্কিয়ে-সৌদি-পাকিস্তান মিলে তৈরি হচ্ছে ‘ইসলামিক আর্মি’…

আরও পড়ুন-আয়াতোল্লা খোমেইনির পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতো!

উল্লেখ্য, ইরানকে নিয়ে আমেরিকার মাথাব্যাথার কারণ ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্ত দাঁড়িয়ে রয়েছে। এমনটা বলছে ইসরায়েলও। তবে ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সির থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে ইরান যে পরমাণু অস্ত্র তৈরি করছে তার কোনও প্রমাণ তাদের কাছে নেই। 

মঙ্লবার মধ্যরাতের পরপরই মধ্য ইসরায়েলে পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু হয়। ইসরায়েল ও ইরানের সূত্রে খবর, ২০ মিনিটের মধ্যে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে। ইরানের সরকারি টিভিতে বলা হয়েছে, আইআরজিসিফাত্তাহ-১ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর পাশাপাশি বুধবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে অবস্থিত তেল শোধনাগার ও জ্বালানির গুদামগুলোর ওপর নতুন করে হামলা চালিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link