জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নারীর কামনা, তাঁর যৌনপছন্দ একান্তই ব্যক্তিগত। তিনি বিবাহিত হলেও। অতএব, তিনি একান্তে নীল ছবি দেখছেন নাকি আত্মরতিতে মগ্ন– তা ডিভোর্সের কারণ হতে পারে না। কারণ, তিনি স্বামীকে তাঁর এই ব্যক্তিগত পরিসরে শরিক হতে বাধ্য করেননি। স্পষ্ট কথায় সুস্থ যৌনতার ইতিবাচক এক রায় শুনিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। যা সর্বার্থেই ঐতিহাসিক। যুগান্তকারী।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
স্ত্রী যদি একান্তে পর্নোগ্রাফিও দেখেন এবং উপভোগ করেন, তবে তা কখনই নিষ্ঠুরতা বা অন্যায় হিসেবে বিবেচিত নয়। আর সবথেকে বড় কথা এই অভিযোগ কখনই ডিভোর্সের কারণ হতে পারেনা।
স্ত্রীর হস্তমৈথুন অথবা যৌন আকাঙ্খাকে নিষ্ঠুরতা হিসেবে বিবেচনা করে, স্ত্রীকে বিবাহ বিচ্ছেদ দেওয়ার আবেদন খারিজ করে দেন বিচারপতি জি.আর. স্বামীনাথন এবং আর. পূর্ণিমার বেঞ্চ। বিয়ের পরও মহিলারা নিজেদের যৌন স্বাধীনতা বজায় রাখা এবং আত্মসন্তুষ্টি (স্বমেহন) তাঁদের ব্যক্তিগত অধিকার।
আরও পড়ুন- অভিনয়ের আড়ালেই মন দেয়া-নেয়া সারা, জনপ্রিয় সিরিয়ালের চেনা তারকাজুটি সত্যিই প্রেমে…
গত ৬ ফেব্রুয়ারি তামিলনাড়ুর কারুর জেলার বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে কোর্ট। এরপর স্বামী মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন।। যখন পুরুষদের মধ্যে হস্তমৈথুন সর্বজনীন হিসেবে স্বীকৃত হয়, তখন মহিলাদের হস্তমৈথুনকেও কলঙ্কিত করা যায় না।
আরও পড়ুন- CCTV নেই, সিকিয়োরিটি গার্ড নেই! এই বিশাল দোকানের পাহারায় বসে রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ…
স্বামীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার অর্থ এই নয় যে তাঁর ব্যক্তিসত্তা নষ্ট হয়ে যাবে। আদালত এটাও উল্লেখ করে দেয় যে, পর্নোগ্রাফির প্রতি আসক্তি অবশ্যই খারাপ এবং নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়, কিন্তু এটি বিবাহবিচ্ছেদের বৈধ ভিত্তি হতে পারে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)