NOW READING:
Wife Divorce Husband: ১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন স্ত্রী! সঙ্গীর ছেড়ে যাওয়ার কষ্টে ৫০ লিটার দুধে স্নান করলেন স্বামী…
July 4, 2025

Wife Divorce Husband: ১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন স্ত্রী! সঙ্গীর ছেড়ে যাওয়ার কষ্টে ৫০ লিটার দুধে স্নান করলেন স্বামী…

Wife Divorce Husband: ১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন স্ত্রী! সঙ্গীর ছেড়ে যাওয়ার কষ্টে ৫০ লিটার দুধে স্নান করলেন স্বামী…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রী তালাক দিয়েছেন। সেই নিয়ে দুঃখে ভেঙে পড়লেন স্বামী। দুঃখে অদ্ভুত কাণ্ড ঘটালেন তিনি। তালাকের কষ্ট সহ্য করতে না পেরে স্বামী লিটারের পর লিটার দুধ দিয়ে স্নান করলেন। 

বাংলাদেশের উপজেলায় মাধনগর বাজার এলাকার বাসিন্দা ৩২ বছরের শাকিল মণ্ডল। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৪ বছর আগে প্রেম করে বিয়ে করেন ওই এলাকারই তরুণী আঙ্গুরীকে। তবে দীর্ঘদিনের দাম্পত্য কলহের পর ১ জুন আঙ্গুরী তাকে তালাক দেন। আর সেই কষ্ট একেবারেই সহ্য করতে পারচ্ছিলেন না শাকিল। তাই প্রায় এক মণ(৪০ কেজি) অর্থাত্‍ ৫০লিটার দুধে স্নান করে কষ্ট ঘোচানোর চেষ্টা করেন তিনি।

আরও পড়ুন:Man Kills Pregnant Wife: খাবারে নুন বেশিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধ*ড়ক মা*র! ছাদ থেকে ফেলে মে*রে*ই ফেলল বর্বর স্বামী…

শাকিল বলেন, ‘আমি আঙ্গুরিকে ভালোবেসে বিয়ে করেছিলাম। অনেক স্বপ্ন নিয়ে সংসার করছিলাম। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে দেবে। কিন্তু হঠাৎ করেই সে আমাকে তালাক দেয়। কষ্টে আমি দুধ দিয়ে স্নান করেছি।’ তিনি আরও বলেন, ‘আপনারা বিয়ের আগে পাত্রী নয়, পাত্রী’র মায়ের সম্পর্কে ভালোভাবে যাচাই করে নেবেন। না হলে আমার মতো পরিণতি হতে পারে।’

এইরকমই এক ধরণের ঘটনা সামনে এসেছিল গত বছর। তবে সেখানে স্ত্রী প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। স্বামী স্ত্রী-র প্রতারণায় খুশিতে লিটার লিটার দুধ গায়ে ঢালেন।  

আরও পড়ুন:Dilip Ghosh: ‘আমি ডাকলে যাই, না ডাকলে যাই না…!’, বড় কোনও ইঙ্গিত দিলীপের?

সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া তুমুল ভাইরাল হয়। সেখানে দেখা যায়, এক ব্যক্তি বাড়ির উঠোনে টুলের উপর বসে আছে। পাশে রয়েছে বালতিভর্তি দুধ। তাঁর পাশে থাকা মহিলারা মগ দিয়ে তাঁর মাথা ও শরীরে দুধ ঢেলে তাঁকে স্নান করাচ্ছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link