NOW READING:
Patanjali : স্বামী রামদেব ও আচার্য বালকৃষ্ণ কীভাবে সমাজকে উন্নতি করতে সাহায্য করছে?
May 13, 2025

Patanjali : স্বামী রামদেব ও আচার্য বালকৃষ্ণ কীভাবে সমাজকে উন্নতি করতে সাহায্য করছে?

Patanjali : স্বামী রামদেব ও আচার্য বালকৃষ্ণ কীভাবে সমাজকে উন্নতি করতে সাহায্য করছে?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বামী রামদেব এবং আচার্য বালকৃষ্ণ ভারতীয় প্রাচীন জ্ঞানকে আধুনিক ব্যবসার পদ্ধতির সঙ্গে মিলিয়ে এমন এক সামাজিক উদ্যোগ (Social Entrepreneurship) তৈরি করেছেন, যা একদিকে লাভজনক, অন্যদিকে সমাজের উপকারও করছে। তাঁদের এই কাজ শুধু বড় বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে না, বরং গ্রামের অর্থনৈতিক অবস্থাও উন্নত করছে এবং লাখো মানুষকে আত্মনির্ভর হওয়ার সুযোগ দিচ্ছে।

আরও পড়ুন: Patanjali : পতঞ্জলি কীভাবে আধ্যাত্মিক জ্ঞান ও ব্যবসায়িক সাফল্যকে একত্র করে উন্নতির শিখরে পৌঁছে গেছে?

শুরুটা কীভাবে হয়েছিল?

১৯৯৫ সালে স্বামী রামদেব ‘দিব্য যোগ মন্দির ট্রাস্ট’ তৈরি করে ঘরে ঘরে যোগ প্রচার শুরু করেন। এটা শুধু শরীরচর্চা ছিল না, বরং ‘স্বাস্থ্য এবং আত্মনির্ভরতা’র বার্তাও ছিল। এরপর ২০০৬ সালে আচার্য বালকৃষ্ণ-এর নেতৃত্বে শুরু হয় পতঞ্জলি আয়ুর্বেদ। যার লক্ষ্য ছিল—ভারতীয় আয়ুর্বেদের জ্ঞানকে বিজ্ঞানের সঙ্গে মিশিয়ে সারা বিশ্বে পরিচিত করা এবং স্বদেশি পণ্যের প্রচার করা।

তাঁরা কীভাবে সামাজিক উদ্যোগের নতুন পথ দেখাচ্ছেন?

১. কৃষকদের জীবন উন্নত করা

পতঞ্জলি ‘ফার্ম টু ফার্মেসি’ মডেল চালু করেছে, যেখানে কৃষকদের কাছ থেকে সরাসরি ঔষধি গাছ ও ভেষজ কেনা হয়। এতে কৃষকরা ন্যায্য দাম পান এবং জৈব চাষে উৎসাহ পান। অনেক কৃষক রাসায়নিক সার ছেড়ে প্রাকৃতিক চাষে ফিরেছেন, যার ফলে তাদের খরচ কমেছে ও আয় বেড়েছে।

২. ছোট ও মাঝারি শিল্পকে সহায়তা

পতঞ্জলি MSME (Micro, Small and Medium Enterprises) খাতকে সাহায্য করে ছোট ছোট কারখানাকে বড় প্ল্যাটফর্ম দিয়েছে। স্থানীয় উৎপাদকদের প্রযুক্তি, ব্র্যান্ডিং ও পণ্য বিতরণে সাহায্য করা হয়, যাতে তারা বাজারে প্রতিযোগিতা করতে পারে। আজকের দিনে ২ লাখের বেশি মানুষ সরাসরি পতঞ্জলির সঙ্গে যুক্ত এবং ১০ লাখেরও বেশি মানুষ এতে কাজ বা আয় করার সুযোগ পেয়েছে।

আরও পড়ুন: Swami Ramdev’s Journey to global influence: স্বামী রামদেবের জীবন থেকে কী কী শিক্ষা নেওয়া যায়?

৩. শিক্ষাক্ষেত্রে পরিবর্তন

পতঞ্জলি যোগপীঠ, আচার্যকুলম এবং পতঞ্জলি ইউনিভার্সিটি-র মাধ্যমে শিক্ষার ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। এখানে যোগ, আয়ুর্বেদ এবং বৈদিক জ্ঞান আধুনিক শিক্ষার সঙ্গে মিলিয়ে শেখানো হয়। যারা ফ্রি যোগ ক্যাম্পে অংশ নিয়েছে, তারা শুধু সুস্থই হয়নি, বরং অনেকে রোজগারের সুযোগও পেয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link