জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে (IND vs AUS Champions Trophy 2025 Semi-Final) রোহিত শর্মার (Rohit Sharma) ভারত মুখোমুখি হয়েছে স্টিভ স্মিথের (Steve Smith) অস্ট্রেলিয়ার। যে জিতবে, সে চলে যাবে ফাইনালে। নির্ধারিত ওভারে অস্ট্রেলিয়া ১০ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলেছে। এবার ভারতের পালা…
আরও পড়ুন: স্মিথ-ক্যারের ব্যাটে ভারতকে ২৬৫ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া
প্রথম ইনিংসের ১৮ নম্বর ওভারের একটি ঘটনা নিয়ে এখনও চর্চা চলছে। রবীন্দ্র জাদেজা বল করার আগে তাঁকে ব্রিটিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এসে তাঁকে কিছু বলেন। সেই আলোচনায় এসে যোগ দেন রোহিত শর্মা ও বিরাট কোহলিও যোগ দেন। ইলিংওয়ার্থ বাঁ-হাতি স্পিনারকে সাফ নির্দেশ দেন যে, হাতে কোনও টেপ বেঁধে বল করা যাবে না। জাদেজা সেই নির্দেশ মতো টেপ খুলে ফেলেন।
আরও পড়ুন: Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
এখন প্রশ্ন জাদেজা কেন বাধ্য হলেন হাতের টেপ খুলতে! কোন নিয়মে তাঁকে আটকে দিলেন আম্পায়ার? আগে জেনে নিন আইসিসি-র নিয়মে কী লেখা আছে? ‘উইকেটরক্ষক ছাড়া অন্য কোনও ফিল্ডারকে গ্লাভস বা এক্সটার্নাল লেগ গার্ড পরার অনুমতি দেওয়া হবে না। একমাত্র আম্পায়ারের সম্মতিতেই হাত বা আঙুলে সুরক্ষাকবচ পরা যেতে পারে।’
আরও পড়ুন: প্রসঙ্গ; বাড়তি সুবিধা পাচ্ছে ভারত! সমালোচকদের ‘বাপি বাড়ি যা’ মুডেই ওড়ালেন দাদা
এই নিয়ম কিছুটা শিথিলও করার নিয়মও রয়েছে। খেলাচলাকালীন যদি ফিল্ডার চোট পান, তাহলে তিনি সুরক্ষাকবচ পরতে পারেন। যে ওভারে জাদেজাকে হাতের টেপ খুলতে বাধ্য করেছিলেন ইলিংওয়ার্থ, ঠিক তারপরের ওভারেই স্মিথের শট বাঁচাতে গিয়ে জাদেজা ডাইভ মারেন। এরপর আম্পায়ার জানিয়ে দেন যে, ভারতীয় তারকা নিজের সুরক্ষায় টেপ পরতে পারেন। জাদেজা এদিন ৮ ওভার বল করে ৪০ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)