NOW READING:
KIIT Student Suicide: ওড়িশার নামী কলেজে নেপালি ছাত্রীর রহস্য মৃত্যু! বোঝা কাঁধে ক্যাম্পাস ছাড়ছে…
February 17, 2025

KIIT Student Suicide: ওড়িশার নামী কলেজে নেপালি ছাত্রীর রহস্য মৃত্যু! বোঝা কাঁধে ক্যাম্পাস ছাড়ছে…

KIIT Student Suicide: ওড়িশার নামী কলেজে নেপালি ছাত্রীর রহস্য মৃত্যু! বোঝা কাঁধে ক্যাম্পাস ছাড়ছে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাত্র বিক্ষোভে উত্তাল ওড়িশা ভুবনেশ্বরের ‘কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইউনিভার্সিটি’ (কেআইআইটি)। ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যে বেলা থেকে। জানা গিয়েছে, কেআইআইটি-র হোস্টেল ঘর থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এবং ওই ২০ বছরের তরুণী প্রকৃতি লামসাল তিনি নেপালের বাসিন্দা। শুধু তাই নয় সেই ঘটনার পর সমস্ত নেপালি পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবার সেই ঘটনার প্রতিবাদেই সোমবার সকাল থেকেই বিক্ষোভে ফেটে পড়েছেন নেপালি পড়ুয়ার। 

আরও পড়ুন:  ‘অনেক হয়েছে, এর শেষ হওয়া প্রয়োজন’, ধর্মস্থান আইনের বিরুদ্ধে হওয়া পিটিশন নিয়ে কড়া সুপ্রিম কোর্ট

জাতীয় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ‘একজন তৃতীয় বর্ষের নেপালি পড়ুয়া। তিনি বিটেক নিয়ে পড়াশোনা করছিলেন। তাঁর দেহ উদ্ধার হয় হোস্টেল থেকে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সুইসাইড করেছেন তিনি। এবং এই আত্মহত্যার নেপথ্যে রয়েছে প্রেম।’

নেপালি পড়ুয়ারা জানাচ্ছেন, মৃত ওই পড়ুয়ার কীভাবে মৃত্যু হল সেটি সঠিকভাবে জানানো হয়নি। যখন কেআইআইটি’র কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয় তখন ঠিক উত্তর না মেলায়, বিক্ষোভে ফেটে পরেন পড়ুয়ারা। এমনকি অনিল যাদব যিনি নেপালের বাসিন্দা তিনি জানান, ‘আমাদের আজকে হোস্টেল থেকে বার করে দেওয়া হয়েছে। একটি মেয়ের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে আমরা সবাই International Office গিয়েছিলাম কিন্তু কোনরকম তথ্যই পাইনি আমরা। আমরা সেখানেই ধর্না দিয়েছি।’

আরও এক নেপালি পড়ুয়া রজন গুপ্তা জানান, ‘আমরা ওই মেয়েটির জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা কেউ জানিনা কলেজ কর্তৃপক্ষের কী মতলব। কেন আমাদের জোর করে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হল। ট্রেনের কোন নির্দিষ্ট সময়সূচী নেই। টাকা পয়সা নেই এমনকি খাবারও নেই। অসহায় হয়ে পড়ে আছি আমরা।’

ইতিমধ্যেই কেআইআইটি’র তরফ থেকে চলতি ঘটনা নিয়ে একটি বিবৃতি জারি করেছে। সেখানে তাঁরা জানিয়েছেন, ‘দুর্ভাগ্যবশত গতকাল সন্ধ্যাতে একটি ঘটনা ঘটে গিয়েছে। ঘটনার পরেই পুলিস তদন্ত শুরু করে এবং মূল অভিযুক্তকে ধরে নিয়ে যায়। সমস্তভাবে কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করছে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার এবং পড়াশোনার আবহাওয়া ফিরিয়ে আনার চেষ্টাও করা হয়েছে। যে সমস্ত নেপালি পড়ুয়ারা আছেন তাঁদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন ফিরে এসে নিজেদের ক্লাস জয়েন করেন।’ আপাতত ক্যাম্পাস সংলগ্ন এলাকায় পুলিসের দুটি টিম বসানো রয়েছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link