NOW READING:
Iran | FIFA World Cup 2026: বিশ্বকাপে কোয়ালিফাই করেও কেন ইরান অনিশ্চিত? ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তেই…
March 27, 2025

Iran | FIFA World Cup 2026: বিশ্বকাপে কোয়ালিফাই করেও কেন ইরান অনিশ্চিত? ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তেই…

Iran | FIFA World Cup 2026: বিশ্বকাপে কোয়ালিফাই করেও কেন ইরান অনিশ্চিত? ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তেই…
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৬ বিশ্বকাপ ( FIFA World Cup 2026) হতে চলেছে ফুটবল ইতিহাসের সব চেয়ে বড় কাপযুদ্ধ। এই প্রথমবার ফুটবল বিশ্বকাপ দেখবে ৪৮ দলের লড়াই। এখনও পর্যন্ত বিশ্বকাপে কোয়ালিফাই করেছে আমেরিকা-কানাডা-মেক্সিকো (যেহেতু আয়োজক দেশ, সেহেতু সরাসরি তারা কাপযুদ্ধে), জাপান, নিউ জ়িল্যান্ড, ইরান, আর্জেন্টিনা। উজবেকিস্তানের বিরুদ্ধে নাটকীয় ২-২ গোলে ড্র করে ইরান এই নিয়ে চতুর্থবারের মতো কাপযুদ্ধের টিকিট কেটেছে। তবে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা।  

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

রয়টার্সের রিপোর্ট বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞাই ইরানকে চাপে ফেলতে পারে। ডোনাল্ড ট্রাম্পের সরকার যদি তাঁর নীতি অনুসরণ করে, তাহলে ইরান, সিরিয়া, কিউবা এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলির সম্পূর্ণ ভিসা স্থগিতাদেশের তালিকায় জুড়ে যাবে। তাহলে ইরান থেকে মার্কিন মুলুকে ভ্রমণে জারি হবে ফতোয়া। যদি এই নিষেধাজ্ঞাগুলি কার্যকর হয়ে যায়, তাহলে একজন ইরানিও বিশ্বকাপে অংশ নিতে পারবেন না, সে তিনি খেলোয়াড় হোক বা দর্শক। ভিসা নিষেধাজ্ঞা সরাসরি দলের প্রতিদ্বন্দ্বিতা করার উপর প্রভাব ফেলবে কিনা তা এখনও স্পষ্ট নয়, তবে যে কোনোও বিধিনিষেধ দলের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাবে।
 
ইরানের কাছে কিন্তু আমেরিকা এড়িয়ে চলার একটি সম্ভাব্য সমাধানও রয়েছে। যদি তারা গ্রুপ এ-তে পড়ে, তাহলে ইরানের গ্রুপ-পর্বের তিনটি ম্যাচই মেক্সিকোতে অনুষ্ঠিত হতে পারে। এর মধ্যে রয়েছে দ্বিতীয় রাউন্ডে আয়োজক দেশ মেক্সিকোর বিরুদ্ধে একটি বহু প্রতীক্ষিত খেলা। যদি ইরান তাদের গ্রুপের শীর্ষে শেষ করে, তাহলে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত মেক্সিকোতে খেলবে, এরপর তারা নকআউট রাউন্ডের জন্য মায়ামিতে যাবে।

এই প্রথমবার ফুটবল বিশ্বকাপ দেখবে ৪৮ দলের লড়াই। সেই ১৯৯৮ থেকেই ৩২ দল অংশ নিয়ে আসছে বিশ্বকাপে। চারটি করে দল নিয়ে হবে ১২টি গ্রুপ। ছাব্বিশের কাপযুদ্ধে চিরাচরিত ৬৪ ম্যাচের বদলে দেখা যাবে ১০৪ ম্যাচ। কাতার বিশ্বকাপই দেখেছে শেষবারের মতো ৬৪ ম্যাচ। এবার গ্রুপের সেরা দু’টি দল রাউন্ড অব থার্টিটুতে জায়গা করে নিতে পারবে। যার মানে ১২টি গ্রুপের ২৪টি দল খেলবে ডু-অর-ডাই নক আউট পর্বে। সেই সঙ্গেই ১২টি গ্রুপ মিলিয়ে তিন নম্বরে শেষ করা দলগুলির মধ্যে আবার সেরা আটটি দল উঠবে নক আউটে।   

আরও পড়ুন: এশিয়াডজয়ী স্বামী পুরুষদের প্রতি চরম আকৃষ্ট! বিশ্বচ্যাম্পিয়ন স্ত্রী ভিডিয়ো হাতে…

আরও পড়ুন: ছাব্বিশের মহাসংগ্রাম; ৪৮ দেশের লড়াইয়ে চূড়ান্ত ৭, বাকিদের বিশ্বকাপে এন্টি কীভাবে?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link