NOW READING:
EXPLAINED | Hardik Pandya-Natasa Stankovic: ‘রোজের এই যন্ত্রণা আর নিতে পারল না নাতাশা’! চরম পদক্ষেপের কারণ এতদিনে এল সামনে
August 25, 2024

EXPLAINED | Hardik Pandya-Natasa Stankovic: ‘রোজের এই যন্ত্রণা আর নিতে পারল না নাতাশা’! চরম পদক্ষেপের কারণ এতদিনে এল সামনে

EXPLAINED | Hardik Pandya-Natasa Stankovic: ‘রোজের এই যন্ত্রণা আর নিতে পারল না নাতাশা’! চরম পদক্ষেপের কারণ এতদিনে এল সামনে
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিভিন্ন মতে একাধিকবার বিয়ে করেও টেকেনি সম্পর্ক! কথা হচ্ছে ভারতীয় দলের স্টার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও মডেল-অভিনেত্রী নাতাশা স্ট্য়ানকোভিচকে নিয়ে (Hardik Pandya-Natasha Stankovic)। চার বছরের মাথায় ভেঙে গিয়েছে সুখের সে ঘর। এখন দু’জনের পথ আলাদা। হার্দিক-নাতাশা (Hardik-Natasha) যুগ্ম বিবৃতি দিয়ে ডিভোর্সের কথা নেটদুনিয়ায় জানিয়েছেন কয়েক মাস আগেই। বিচ্ছেদ হলেও একমাত্র ছেলে অগস্ত্যকে একসঙ্গেই বড় করবেন তাঁরা। এমনটাই জানিয়েছেন ছেলের বাবা-মা।

আরও পড়ুন: এ কী অবসরের ঘোষণা করলেন কেএল রাহুল! ভারতীয় তারকার পোস্টে ধেয়ে এল প্রলয়…

এখন প্রশ্ন হার্দিক-নাতাশার কেন বিয়ে ভাঙল? কী সেই কারণ! এতদিনে এবার এল সামনে! এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে হার্দিক-নাতাশার বিয়ে ভাঙার আসল কারণ সামনে এনেছে। সেখানে এক সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘হার্দিক আসলে খুবই ফ্ল্য়ামবয়েন্ট, নিজের ভিতরেই ডুবে থাকে। নাতাশা আর নিতে পারল না। ও বুঝতে পেরেছিলেন যে, মানুষ হিসেবে ওরা যেমন ছিল, আর যেমন হয়ে গেল, তার মধ্য়ে একটা বিরাট ফারাক হয়ে গিয়েছে। নাতাশা তাল মেলানোর চেষ্টা করেছিল হার্দিকের গতির সঙ্গে। কিন্তু কখনই ও স্বাচ্ছন্দ্য় বোধ করেনি। যেন শেষই হচ্ছিল না এই প্রক্রিয়া। একটা সময়ের পর এসে নাতাশা খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। তাই ও পিছিয়ে আসার সিদ্ধান্তই নেয়। ও অনেক ভেবেই এই সিদ্ধান্তে দৃঢ় হয়েছিল। কারণ নাতাশা দেখল যে, হার্দিক বদলায়নি। তবে একদিন বা এক সপ্তাহে এই সিদ্ধান্তে আসেনি নাতাশা। ও ধীরে ধীরে এই যন্ত্রণা ভোগ করতে করতে চরম পদক্ষেপ নিয়েই ফেলে। তবে ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়াও নাতাশার কাছে খুবই কষ্টকর ছিল।’ 

২০২০ সালে  সার্বিয়ান মডেল নাতাশার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারতীয় অলরাউন্ডার। কিন্তু সেটা একেবারেই আইনি বিয়ে ছিল। বড় কোনও উত্‍সব নয়, আইনি মতেই চার হাত এক হয়েছিল। সেবছরই ৩০ জুন মা হন নাতাশা। ছেলের নাম রাখেন অগস্ত্য।  

আরও পড়ুন:  রোনাল্ডোরাজ; ৯০ মিনিটে ১০ লক্ষ সাবস্ক্রাইবার্স! ইতিহাস লিখেই ‘সোনা’র স্বীকৃতি

 
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link