জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মনের মতো পছন্দের ব্যাট নিয়ে আইপিএলে (IPL 2025) নামার দিন এবার শেষ। ব্যাটের মাপ নিয়ে বিসিসিআইয়ের নির্দেশিকাই মানতে হবে অক্ষরে অক্ষরে। চলতি আইপিএলে এপ্রিলের প্রথম দুই সপ্তাহে দেখা গিয়েছে যে, খেলার মাঝেই হার্দিক পাণ্ডিয়া, ফিল সল্ট ও শিমরন হেটমায়ারের (Hardik Pandya, Phil Salt, Shimron Hetmyer) ব্যাট পরীক্ষা হয়েছে। ব্যাটের মাপ নিয়ে সন্দেহ হয়েছিল আম্পায়ারদের। তারপর পরিমাপক যন্ত্র দিয়ে ব্যাটের পরীক্ষা করেই তারকা ক্রিকেটাররা ব্যাটিংয়ের ছাড়পত্র পেয়েছিলেন। কারণ তাঁদের সকলের ব্যাটই বেঁধে দেওয়া মাপেই ছিল।
আরও পড়ুন: বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন বিরাট, হৃদস্পন্দন দেখতে বললেন সঞ্জুকে! জয়পুরে কী ঘটল?
চলতি আইপিএলের আগে, আপনি কি কখনও আম্পায়ারদের খেলার মাঝখানে ব্যাটের মাপ পরীক্ষা করতে দেখেছেন? সম্ভবত না। প্রথমবারের মতো, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দেশের আইপিএলে এই নিয়ম চালু করেছে। ম্যাচ চলাকালীন মাঠের আম্পায়ারদের নিয়মিত ব্যাটের মাপ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাটের আকার নির্ধারণের নিয়ম কিন্তু নতুন নয়। আগে, খেলোয়াড়রা ম্যাচের আগে অথবা ম্যাচের আগের দিন তাদের ব্যাট পরিদর্শনের জন্য জমা দিতেন। সাধারণত ড্রেসিংরুমের ভেতরেই তা হত। পরীক্ষাগুলি জনসাধারণের দৃষ্টির বাইরেই ঘটত।
সতর্কতা বাড়ানোর লক্ষ্যেই মাঠের আম্পায়ারদের, এখন খেলার সময় ‘হোম-শেপড ব্যাট গেজ’ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এক সর্বভারতীয় মিডিয়ার রিপোর্ট বলছে, প্রতিটি ব্যাটারকে গার্ড নেওয়ার আগে গেজ পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। আইপিএলের অফিসিয়াল রুলবুক রয়েছে। নিয়মাবলীতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, ব্যাটের ব্যাটের ব্লেডের প্রস্থ হতে হবে ৪.২৫ ইঞ্চি / ১০.৮ সেমি, গভীরতা হবে: ২.৬৪ ইঞ্চি / ৬.৭ সেমি, প্রান্ত হবে: ১.৫৬ ইঞ্চি / ৪.০ সেমি। এবং এটি গেজের মধ্য দিয়ে যেন অবাধে যেতে হবে। অতীতে বড় আকারের ব্যাটে খেলে অনেক ব্যাটারই অনৈতিক সুবিধা নিয়েছে। তা এবার পুরোপুরি রুখে দিচ্ছে বিসিসিআই।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির নায়ক, আইপিএলে করলেন মারাত্মক ভুল! বোর্ডকে দিতে হবে ১২ লক্ষ টাকা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)