<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> আইপিএলে নিলাম থেকে কে এল রাহুলকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরই নিলামের টেবিলে রাহুলকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। আর সেই মতই তাঁকে দলেও নিয়ে নিয়েছে তাঁরা। তবে কি রাহুলই আগামী আইপিএল মরশুমে দলের অধিনায়ক হতে চলেছেন। ফ্র্যাঞ্চাইজির মালিক পার্থ জিন্দাল এবার পরিষ্কার করে দিলেন অধিনায়ক কে হবেন তা।</p>
<p style="text-align: justify;">আগামী <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে মরশুমে কে এল রাহুল ছাড়াও দিল্লি শিবিরে আছেন অক্ষর পটেলও। এছাড়াও ২ কোটি বেস প্রাইসে দলে পাওয়া গিয়েছে প্রাক্তন প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসিকেও। তিনজনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তবে এই বিষয়ে একটু বেশিই অভিজ্ঞ ফাফ। দেশের জার্সিতেও দীর্ঘদিন নেতৃত্বভার সামলেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছেন। গত ২-৩ মরশুমে আরসিবির অধিনায়ক হিসেবেও দায়িত্ব সামলেছেন। </p>
Source link
অক্ষরই কি দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক? নিলামের পর কী বলছেন দলের মালিক?
