জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২২ সালে হায়দরাবাদ এফসি (Hyderabad FC) ছেড়ে ইস্টবেঙ্গলে (Emami East Bengal FC) আসার পর মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti) শুধু দলেরই ভরসমান ফুটবলার হয়ে ওঠেননি, হয়ে উঠেছেন ‘ফ্যান ফেভারিটও’। আসন্ন ডুরান্ড কাপ (Durand Cup 2025) শুরুর আগেই ইস্টবেঙ্গল মাঝমাঠের তারকার ভবিষ্যৎ লিখে ফেলল। আরও দু’বছর লেসলি ক্লডিয়াস সরণির শতাব্দী প্রাচীন ক্লাবেই থাকছেন বঙ্গতনয়। ২০২৭ পর্যন্ত ইস্টবেঙ্গল চুক্তি নবীকরণ করল সৌভিকের সঙ্গে। আনুষ্ঠানিক ভাবে তা ক্লাব জানিয়ে দিল।
ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবই সিংটো সৌভিকের প্রসঙ্গে বলেন, ‘আমরা সৌভিকের চুক্তি আরও দুই মরসুমের জন্য বাড়াতে পেরে আনন্দিত। বহুমুখী প্রতিভা এবং অধ্যবসায়ের এক উজ্জ্বল উদাহরণ সৌভিক, ও সেই ভূমিপুত্র যে ইস্টবেঙ্গলের মূল্যবোধের প্রতীক। সৌভিক এমন কয়েকজন মিডফিল্ডারের মধ্যেই পড়ে, যার প্রায় ১৫০ আইএসএল ম্যাচ খেলা হয়ে গিয়েছে। সৌভিক এক দুর্দান্ত পেশাদার এবং তরুণরা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারে।’
আরও পড়ুন: ভরপুর চমকের ডুরান্ড, মণিপুর ডার্বির সঙ্গে ২ বিদেশি টিম! ইস্ট-মোহনের প্রথম ম্যাচ কবে?
ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজোঁ বলেছেন, ‘সৌভিকের এক্সটেনশন শুধুই একজন শীর্ষ প্রতিভাকে ধরে রাখার জন্য নয়, এটি আমাদের দলের পরিচয়কে সংজ্ঞায়িত করে হৃদয়, আত্মা এবং নিরলস নিষ্ঠার প্রতি সম্মান প্রদর্শনের জন্যও। মাঠে এবং মাঠের বাইরে সৌভিক ক্লাবের মান এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। দলের প্রতি সৌভিকের অবদান তাঁর সতীর্থদের কাছ থেকে পাওয়া শ্রদ্ধা থেকেই স্পষ্ট। তাঁর পেশাদারিত্ব যে কোনও তরুণ খেলোয়াড়ের জন্য একটি মানদণ্ড। যারা দলে নিজের স্থান দৃঢ় করতে চায়।’
লাল-হলুদে থেকে যাওয়া নিয়ে সৌভিক বললেন, ‘গত তিন মরসুম ধরে এই আইকনিক ক্লাবের প্রতিনিধিত্ব করা আমার জন্য অত্যন্ত গর্বের। ইস্টবেঙ্গলের হয়ে আমি সুপার কাপ জিতেছি এবং অনেক অসাধারণ স্মৃতির অভিজ্ঞতা রয়েছে। আগামী দুই মরসুমে আমি আরও ভালো পারফর্ম করার চেষ্টা করব এবং একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে তরুণদের ক্লাবে আরও সাফল্য আনতে অনুপ্রাণিত করব। জয় ইস্টবেঙ্গল!’
রেড অ্যান্ড গোল্ডসের হয়ে ৬৫ ম্যাচে ৪৬০১ মিনিট খেলেছেন। ইস্টবেঙ্গলের হয়ে একটি গোল এবং একটি অ্যাসিস্ট রয়েছে তাঁর। ২০২৪-২৫ মরসুমে সৌভিক সকল প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে অংশ নিয়েছেন। ২১৪৯ মিনিটেরও বেশি সময় খেলেছিলেন। থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের সময় লাল-হলুদের হয়ে একমাত্র গোল করেছিলেন। আইএসএলে ২০২৪-২৫ মরসুমে সৌভিক ২০ ম্যাচে ১৫৬০ মিনিটে ৬৬টি রিকভারি, ২১টি ক্লিয়ারেন্স, ১৯টি ইন্টারসেপশন, ৪৪টি সফল ডুয়েল, ১২টি সফল এরিয়াল ডুয়েল এবং ৭৮% পাসিং অ্যাকুরেসির রেকর্ড করেছেন।
আরও পড়ুন: ১৩ চার ১০ ছয়ে ৭৮ বলে ১৪৩! ব্রিটিশদের বিরুদ্ধে বিস্ময় বৈভবের বিস্ফোরক ইতিহাস…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)