জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৩১ অক্টোবর ছিল আইপিএল রিটেনশনের ডেডলাইন। ওই দিনই বিকেলের ভিতর ১০ দল তাদের খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা জমা দিয়েছে বিসিসিআই-কে। এবার পালা নতুন করে দল গোছানোর। যার মানে পকেট ও বাজেট বুঝে নিলামের বাজার থেকে নতুন খেলোয়াড় কেনার। এখন প্রশ্ন, আইপিএলে মেগা নিলাম (IPL 2025 Mega Auction) কবে, কোথায়, কখন?
এই মুহূর্তে যা আপডেট, তাতে করে জানা যাচ্ছে, আইপিএল নিলাম হতে চলেছে আগামী ২৪ ও ২৫ নভেম্বর। তবে ভারতের মাটিতে নয়, মহাযজ্ঞ এবার সৌদি আরবের রাজধানী রিয়াধে। আর এখানকার ক্লাব আল নাসেরে খেলেন কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর পাড়ায় আইপিএলের বাজার। যদিও বিসিসিআই এখনও আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে কোনও ঘোষণা করেনি। তবে জানা যাচ্ছে রিয়াধই নাকি চূড়ান্ত ভেন্য়ু।
আরও পড়ুন: লজ্জার ‘১২-২৪’! ছুটে এলেন প্রধান নির্বাচক, গম্ভীরের সঙ্গে মাঠেই…
সূত্র মারফত জানা যাচ্ছে যে, চূড়ান্ত আয়োজন চলছে এবং শীঘ্রই ঘোষণা করা হবে। তবে আইপিএলের নিলামে সময়সূচি সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে, কারণ নিলামের তারিখের সঙ্গে, বর্ডার-গাভাসকর ট্রফিতে পারথে, ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচের দিন (২২-২৬ নভেম্বর) মিলে যাচ্ছে। আর আইপিএল নিলাম ও বর্ডার-গাভাসকর ট্রফির সম্প্রচারক ডিজনি স্টার। তবে একটা পথ রয়েছে যদিও। ভারত-অস্ট্রেলিয়ার মধ্য়ে সময়ের পার্থক্য় ৫ ঘণ্টা ৩০ মিনিট। ফলে দুপুরে যদি নিলাম আয়োজন করা যায়, তাহলে সম্প্রচারের ক্ষেত্রে সমস্য়া হবে না। দেখা যাক এবার কী হয়!
মেগা নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলি হাই-প্রোফাইল খেলোয়াড়দের দিকে চোখ থাকবে। তারকা নামের মধ্যে রয়েছেন ঋষভ পন্ত, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, অর্শদীপ সিং, এবং ঈশান কিশান। প্রত্যেকেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে স্টার।কারোর ব্যাটিং দক্ষতা তো কারোর নেতৃত্বের গুণ,তীক্ষ্ণ ফিল্ডিংয়েও কেউ বদলে দিতে পারে ম্য়াচের রং। যে কোনও দলের কাছেই তাঁরা হবেন সম্পদ।
আরও পড়ুন: ‘কেউ বাজারদর’…! শ্রেয়স ছাড়লেন না কি তাঁকে ছাড়া হল? বিস্ফোরক বিবৃতিতে কাঁপল IPL
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours