জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত মাসেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র (AFC Champions League Two Draw Announced) ড্র ঘোষণা হয়ে গিয়েছে। গ্রুপ ‘এ’-তে ভারতের মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে রাখা হয়েছে কাতারের আল ওয়াকরাহ এসসি (Al-Wakrah SC), ইরানের ট্রাক্টর এফসি (Tractor FC), তাজাকিস্তানের এফসি রাভশানকে। (FC Ravshan)। ২০২৩-২৪ মরসুমে আইএসএল লিগ শিল্ড (Indian Super League Shield) জেতায় মেরিনার্স খেলছে এএফসি-র নতুন মোড়কে ফেরা এই দ্বিতীয় টিয়ার ক্লাব ফুটবল প্রতিযোগিতা। রাভশানের বিরুদ্ধে এএফসি অভিযান শুরু করছে মেরিনার্স। এই প্রতিবেদনে চোখ বুলিয়ে দেখে নিন যে, কবে কোথায় খেলা। টিভি-অনলাইনে আদৌ খেলা দেখা যাবে কিনা!
আরও পড়ুন: আলাদিন-এর আশ্চর্য প্রদীপে শেষ মুহূর্তে জ্বলল নর্থ ইস্ট, হারলেও হৃদয় জিতল মহামেডান!
কবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি রাভশান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র খেলা হবে?
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি রাভশানের খেলা হবে ১৮ সেপ্টেম্বর (আগামীকাল, বুধবার)
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি রাভশান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র খেলা কোথায় হবে?
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি রাভশানের খেলা হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি রাভশান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র খেলা কখন হবে?
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি রাভশানের খেলা শুরু হবে সন্ধে ৭টা ৩০ মিনিট থেকে
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি রাভশানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র খেলা টিভিতে কোন চ্য়ানেল সম্প্রচার করবে?
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি রাভশানের খেলা Sports18 নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার হবে।
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি রাভশান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র খেলা কীভাবে লাইভ স্ট্রিমিং করে দেখা যাবে?
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি রাভশানের খেলা ভারতে FanCode অ্য়াপ এবং তাদের ওয়েবসাইটে লাইভ স্ট্রিম করা দেখা যাবে।
আরও পড়ুন:ডুরান্ড ফাইনালের আতঙ্ক পিছু ছাড়ল না, দু’গোলে এগিয়েও পয়েন্ট নষ্ট সবুজ-মেরুনের!
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ৩২টি ক্লাবকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। পূর্বের চার ও পশ্চিমের চার দল খেলছে প্রতি গ্রুপে। হোম এবং অ্য়াওয়ের পাশাপাশি রাউন্ড রবিন ফরম্য়াটেও খেলা হচ্ছে। ১৭ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ শেষ করা দুই দল রাউন্ড অফ সিক্সটিনে যাবে। যা আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এরপর মার্চে কোয়ার্টার-ফাইনাল এবং এপ্রিলে সেমিফাইনাল। ১৭ মে হবে লেগ ফাইনাল। ২০২৩-২৪ মরসুমে গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব এএফসি-র গ্রুপ পর্যায়ে তৃতীয় স্থানে শেষ করে এবং নকআউটে যেতে পারেনি।
মোহনবাগান ছাড়াও ভারত থেকে দ্বিতীয় দল হিসেবে এএফসি-র ক্লাব প্রতিযোগিতায় রয়েছে ইস্টবেঙ্গল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কুয়াদ্রাতের শিষ্য়রা তুর্কমেনিস্তানের আলটিন আসিরের কাছে ৩-২ হেরে গিয়েছিল যুবভারতীতে। এরপর ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগ (টায়ার থ্রি) খেলবে এখন।