হোয়াটসঅ্যাপে আসছে দারুণ ফিচার, পেমেন্ট করতে লাগবে না পিন

Estimated read time 1 min read
Listen to this article


WhatsApp Payment : এবার হোয়াটসঅ্যাপে (WhatsApp New Feature) আসতে চলেছে নতুন ফিচার। এতে সুবিধা হবে আপনারই। বিশেষ করে পেমেন্টের ক্ষেত্রে দারুণ কাজে আসবে এই বৈশিষ্ট্য। হোয়াটসঅ্যাপ শীঘ্রই তাদের ব্যবহারকারীদের জন্য একটি নতুন বৈশিষ্ট্য আনতে চলেছে। 

আর লাগবে না পিন
এই বৈশিষ্ট্যটি চালু হওয়ার পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেনদেন করা সহজ হয়ে যাবে। ব্যবহারকারীদের বার বার পিন লিখতে হবে না। পরিসংখ্যান বলছে, ভারত হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার। এই বৈশিষ্ট্যটি চালু হওয়ার পরে কোটি কোটি মানুষ এই সুবিধা পেতে চলেছে। এই বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানা যাক।

পেমেন্ট করা সহজ হবে
মিডিয়া রিপোর্ট বলছে, হোয়াটসঅ্যাপ পেমেন্ট কার্যকারিতার মধ্যে UPI লাইট অন্তর্ভুক্ত করতে চলেছে। এটি ব্যবহারকারীদের জন্য পেমেন্ট করা সহজ করে তুলবে। UPI লাইট সাধারণত অল্প পরিমাণে লেনদেনের জন্য ব্যবহৃত হয়। এর জন্য কোর-ব্যাঙ্কিং সিস্টেমের প্রয়োজন হয় না। ব্যবহারকারীরা এই ওয়ালেটে অর্থ অ্যাড করতে পারেন ও তাদের স্থানান্তর করার জন্য খুব বেশি যাচাইকরণের প্রয়োজন হয় না। এর ফলে পেমেন্ট দ্রুত ও সহজ হয়ে ওঠে। সংস্থা বর্তমানে এই বৈশিষ্ট্যটি ডেভেলপ করছে। এটি চালু হতে কিছুটা সময় লাগতে পারে।

এই মুহূর্তে এই সংস্থাগুলি UPI লাইট পরিষেবা প্রদান করছে
বর্তমানে, Gpay, Paytm, PhonePe এবং Samsung Wallet ভারতে UPI Lite পরিষেবা দিচ্ছে। এই ফিচার চালু হওয়ার পর হোয়াটসঅ্যাপে লেনদেন করা আরও সহজ হয়ে যাবে।  ভারতে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে প্রতিযোগিতা খুবই কঠিন। WhatsApp Pay এখানে একটি কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বর্তমানে, PhonePe প্রায় 48 শতাংশ মার্কেট শেয়ার নিয়ে এখানে এগিয়ে রয়েছে। 37 শতাংশ মার্কেট শেয়ার নিয়ে Google Pay হল এখানে দ্বিতীয় বৃহত্তম কোম্পানি৷

কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ পে অনুমোদন পেয়েছে
WhatsApp Pay সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) থেকে তার সমস্ত ব্যবহারকারীদের জন্য UPI পরিষেবা চালু করার অনুমতি পেয়েছে। এর আগে কোম্পানির ওপর ১০ কোটি ব্যবহারকারীর সীমা আরোপ করা হলেও এখন তা তুলে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ পে এখনও পুরানো সীমাতে পৌঁছতে সক্ষম হয়নি ও এটি প্রায় 5.1 কোটি ব্যবহারকারী সংগ্রহ করতে সক্ষম হয়েছে, যা তার মোট ব্যবহারকারী বেসের প্রায় 10 শতাংশ।

আরও পড়ুন : EPF Interest Rates: EPF-এ নতুন সুদের হার ঘোষণা, এবার কর্মীরা পাবেন কত ইন্টারেস্ট ?

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours