জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাডিলেড ওভালে মাত্র আড়াই দিনে অস্ট্রেলিয়া খেলা শেষ করে দিয়েছে। গোলাপি বলে দিন-রাতের টেস্ট ১০ উইকেটে জিতে, অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা ফিরিয়ে এনেছে। চরম ব্যাটিং ভরাডুবির পর কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar) একটাই পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হোটেলে বসে না থেকে, অ্যাডিলেডে বাকি দিনগুলোয় যেন ভারত অনুশীলনে ডুবে যায়। আর সানির কথাই অক্ষরে অক্ষরে পালন করলেন রোহিত শর্মারা (Rohit Sharma)
সানি এক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘তিন ম্যাচের সিরিজ হিসেবে বাকি সিরিজ দেখুক ভারত। ভুলে যাক এটা পাঁচ টেস্টের সিরিজ। আমি চাই এই ভারতীয় দল পরের ক’টা দিন অনুশীলন করুক। এটা খুবই গুরুত্বপূর্ণ। হোটেলের ঘরে যেন বসে না থাকে, এখানে ওরা ক্রিকেট খেলতে এসেছে। সারাদিন অনুশীলন করতে হবে না। সকালে বা বিকেলের যে কোনও সময় অনুশীলন করুক। দিনগুলি যেন নষ্ট না করে। আপনি বেছে নিন, ধরে নিক পাঁচদিন ধরে খেলা চলছে। ছন্দে ফিরতে আরও অনেক বেশি সময় দিতে হবে। কারণ ওরা রান পায়নি। বোলাররা ছন্দ পায়নি। অন্যদেরও মাঝখানে সময় প্রয়োজন।’
আরও পড়ুন: সবার আগে এখন ধোনি, পিছনে ফেললেন অমিতাভ-শাহরুখকে…ওদিকে কোহলির আগে সৌরভ!
১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু সিরিজের তৃতীয় টেস্ট। ভারত রয়েছে অ্যাডিলেডে। শুরু করে দিয়েছে নেটসেশন। এদিন বিরাট, রোহিত, শুভমন গিল ও যশস্বী জয়সওয়ালরা নেটে ব্যাটিং করলেন। রবিচনন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজারা করলেন বলিং। এখন প্রশ্ন, পরের টেস্টে ব্যাটিং অর্ডারে পরিবর্তন কি হবে? পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত ছিলেন পিতৃত্বকালীন ছুটিতে।
ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল নেতৃত্বের গুরুভার। তাঁর অসাধারণ বোলিং ও দুর্দান্ত নেতৃত্বে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। পারথে রোহিতের অনুপস্থিতিতে কেএল রাহুল ওপেন করেছিলেন যশস্বী জয়সওয়ালের সঙ্গে। রোহিত অ্যাডিলেডেও সেই ওপেনিং জুটিই রেখে দিয়েছিলেন, তিনি দলের স্বার্থে নিজে ব্যাট করেছিলেন ছয়ে, ওপেনিং ছেড়ে দিয়েছিলেন রাহুলকে।
ব্রিসবেনেও কি একই ব্যাটিং অর্ডার থাকবে? গাভাসকরের মতো অনেকেই চেয়েছেন যে রোহিত ফিরুন ওপেনিংয়েই। ভারতের অনুশীলন দেখে মনে হয়নি যে, ব্যাটিং অর্ডারে পরিবর্তন হবে। রোহিত মিডল অর্ডারেই হয়তো খেলবেন। এদিন নেটে সবার আগে ব্যাট করেছেন যশস্বী-রাহুল। তাঁদের পরেই নেট করেছেন শুভমন-বিরাট-রোহিত ও ঋষভরা। রোহিত পরের দিকে ব্যাট করায় এই ইঙ্গিতই পাওয়া গেল যে, রাহুল-যশস্বীই সস্মবত ওপেনিংয়ে।
আরও পড়ুন: ভারতীয় তারকার বিরাট ভুল! আর রেয়াত করল না আইসিসি, ব্রিসবেনে নামার আগেই এবার…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)