জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স । সে বছর অধিনায়ক ছিল শ্রেয়স আয়ার। সেই দলের দায়িত্ব নিয়ে গর্বিত রাহানে। নিলামে দেড় কোটি টাকা দিয়ে রাহানেকে কিনেছিল কলকাতা। সম্প্রচার সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এমন একটা দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। এই সুযোগ দেওয়ার জন্য দলকে ধন্যবাদ। খুব কঠিন দায়িত্ব। গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমি চাইব সব কিছু সহজ ভাবে রাখতে। এর আগে মুম্বইয়ের হয়ে পণ্ডিত স্যর এবং আমি একসঙ্গে কাজ করেছিলাম। জানি স্যর কী ভাবে দল চালাতে পছন্দ করেন। খুবই শৃঙ্খলাপরায়ণ উনি। জানেন কী ভাবে ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বার করে আনতে হয়।’
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ছ বছর পর আবার আইপিএলে অধিনায়ক হিসেবে ফিরেছেন রাহানে। সঙ্গে রয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত । সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে, এই মরসুমে সবচেয়ে বেশি রান করেছিলেন রাহানে । মুম্বই দলের অধিনায়কও ছিলেন তিনি এই মরশুমে। রাহানে বলেন, ‘আমি দলের ক্রিকেটারদের সঙ্গে সব সময় কথা বলি। মাঠে নিজের মতো খেলতে দিই। আমি মনে করি, দলের সকলে যদি একে অপরকে বুঝতে পারে এবং নিজের মতো খেলতে পারে, তা হলে সাফল্য আসবেই। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আবার ট্রফি জেতা। এই দলের অধিনায়ক হয়ে আমি গর্বিত। এই মরসুমে আমরা নিজের সেরাটা দিতে চাই।’
আরও পড়ুন: IML 2025 Prize Money: ম্যাচ জিতেই সচিনরা পেলেন বিপুল টাকা! শুনলে চমকে যাবেন আপনিও, জেনে নিন লক্ষী এল কত?
এর আগে আন্তর্জাতিক স্তরে ভারতীয় দলকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন রাহানে। এ বার কেকেআরের দায়িত্ব তাঁর কাঁধে। ট্রফি জয়-ই এখন তার মূল লক্ষ্য।
আরও পড়ুন: IML 2025 Final: জয় মহাজয়! বুড়ো হাড়েও লারাদের হারিয়ে মাস্টার্স লিগ চ্যাম্পিয়ন যুবরাজ, শচীনের ভারত…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)