NOW READING:
Amir Khan | Hospitalised | সব কাজ ফেলে হঠাত্‍ হসপিটালে আমির খান ! কী হল থ্রি ইডিয়টসের ‘ব়্যাঞ্চোর?’
February 20, 2025

Amir Khan | Hospitalised | সব কাজ ফেলে হঠাত্‍ হসপিটালে আমির খান ! কী হল থ্রি ইডিয়টসের ‘ব়্যাঞ্চোর?’

Amir Khan | Hospitalised | সব কাজ ফেলে হঠাত্‍ হসপিটালে আমির খান ! কী হল থ্রি ইডিয়টসের ‘ব়্যাঞ্চোর?’
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো 

‘আমির খান’ – বলিউডে যে  তিন খানের দাপট সব থেকে বেশি তাদের মধ্যে অবশ্যই আমির খান একজন। তাঁর অসাধারণ অভিনয়প্রতিভা, নাচ, কমিক সেন্স, যে কোনো চরিত্রকে এক উচ্চতায় নিয়ে যাওয়ার মতো ক্ষমতা শুধু আমিরেরই আছে। চকলেট বয় থেকে স্কুলের টিচার আবার গ্রামের দরিদ্র কৃষক যে দেনা শোধ করতে না পেরে ইংরেজদের বিরুদ্ধে লড়ে, আবার কখনও ভিনদেশী এলিয়েন। রকমারি চরিত্র রূপায়নে তাঁর জুড়ি মেলা ভার। এই মুহুর্তে আমির খানের ব্যস্ততা ‘সিতারে জমিন পর’ সিনেমা নিয়ে। তবে নিজের সিনেমা ছাড়াও পুত্র জুনায়েদ খানের সিনেমার প্রচার করছেন জোড়ালো ভাবে। শুধু কাজই নয়, তার ব্যক্তিগত জীবনেও এসেছে বড় বদল। বিবাহ বিচ্ছেদ হয়েছে কিরণ রাও এর সঙ্গে। কিন্তু এসবের মধ্যেই হঠাৎ হাসপাতালে গেলেন আমির খান। কিন্তু কেন? হঠাত্‍ কী হল তাঁর?

সূত্রের খবর, নিজের জন্য নয়, চেন্নাইয়ের এক নামী বেসরকারি হাসপাতালে মা’কে নিয়ে গেছেন আমির। আমিরের মা জ়িনাত হুসেন বহু দিন ধরেই অসুস্থ। তাঁর চিকিৎসার জন্যই চেন্নাই ছুটে যেতে হয়েছে তাকে।  প্রথমে মুম্বইয়ের হাসপাতালেই ভর্তি ছিলেন জ়িনাত হুসেন। আমির খান এবং তার পুরো পরিবার ২০২২ এর দীপাবলিতে পঞ্চগনির ফার্ম হাউজে ছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন আমিরের মা। তারপরই তড়ঘড়ি মা-কে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে আসেন অভিনেতা। কিছু দিন যাবৎ ফের স্বাস্থ্যের অবনতি হওয়ায় চেন্নাইয়ের হাসপাতালে তাঁকে ভর্তি করেছেন আমির। 
 
পিকে,লাল সিং চাড্ডা খ্যাত এই অভিনেতা বর্তমানে ছবির কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন। ‘মিস্টার পারফেকশনিস্ট’ সেই জায়গায় নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বেশি। উল্লেখ্য, গত বছর তাঁর কন্যা ইরা খান বিয়ে করেছেন তাঁর ফিটনেস কোচ নূপুর শিখারকে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link