NOW READING:
দোকান উচ্ছেদে বচসা, TMC কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি কাজে বাধার অভিযোগ ADRM-র,’ তেড়ে মারতে এল’!
January 26, 2025

দোকান উচ্ছেদে বচসা, TMC কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি কাজে বাধার অভিযোগ ADRM-র,’ তেড়ে মারতে এল’!

দোকান উচ্ছেদে বচসা, TMC কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি কাজে বাধার অভিযোগ ADRM-র,’ তেড়ে মারতে এল’!
Listen to this article


বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: এডিআরএম দোকান উচ্ছেদ করতে গিয়ে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বচসা, এডিআরএম তাঁকে তেড়ে মারতে আসে বলে এমনটাই অভিযোগ তৃণমূল কাউন্সিলারের।

দোকান উচ্ছেদ করতে গিয়ে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বচসা

রেল বস্তিতে গিয়ে দিন আনা দিন খাওয়া মানুষজনদের উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগ ছিলই এডিআরএমের বিরুদ্ধে। এবার গতকাল সন্ধ্যায় খড়গপুর শহরের রেল এলাকায় চাঁদমারি হাসপাতাল যাওয়ার রাস্তার পাশে দু’জন হকাররা ঠেলা বসিয়ে দোকান করেন। সেই দোকান উচ্ছেদ করার জন্য পৌঁছে যান এডআরএম মনীষা গোয়েল। ওই রাস্তার উপরে আড়াআড়ি ভাবে গাড়ি রেখে দোকান উচ্ছেদের জন্য হুমকি দেন হকারদের।

পাল্টা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ

সেই খবর শুনে ২৭ নম্বর ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রোহন দাস পৌঁছায়। দোকান উচ্ছেদ নিয়ে কাউন্সিলের সঙ্গে এডিআরএম এর বচসা শুরু হয়। কাউন্সিলর ভিডিও করতে গেলে তার হাত থেকে মোবাইল ছাড়িয়ে নিতে যায় এবং তাকে তেড়ে মারতে আসে বলে অভিযোগ তৃণমূল কাউন্সিলার রোহন দাসের। ঘটনার পরই শনিবার রাতে খড়্গপুর টাউন থানায় গিয়ে অভিযুক্ত ADRM মনীষা গোয়েলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন কাউন্সিলর। পাল্টা মনীষাও কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ দায়ের করেন। 

‘আমি নিজের কাজ করছি’

২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিল রোহন দাস বলেন, ‘আজ খবর পেলাম। এডিআরএম ম্যাডাম হাসপাতাল যাবার রাস্তা ব্লক করে ওখানে গরিব মানুষেরা দোকান লাগায় তাদের উপর অত্যাচার করছে। দোকানদারদের বলছেন এখানে দোকান লাগাতে না, না হলে ভিতরে করে দেবো। আমি যখন গিয়েছি আমাকে উনি দেখেই আমার উপর আঘাত করতে এসেছে। আমাকে বলছে আপনি এখানে কি করছেন। আমার সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। আমাকে ধাক্কা দিতে এসেছিল আমি সরে গেছি। আমাকে মারধর করতে এসেছিল। থানাতে অভিযোগ করতে এসেছি।’ খড়গপুর ডিভিশনের এডিআরএম মনীষা গোয়েল বলেন, ‘আমি নিজের কাজ করছি। কিন্তু আমাকে কাজে বাধা দেওয়া হচ্ছে।’

আরও পড়ুন, পদ্মশ্রী নিতে দিল্লিতে মছলন্দপুরের ঢাকি গোকুলচন্দ্র দাস ! স্ত্রী বললেন, ‘তিনি ফিরলেই আসল উৎসব..’

অপরদিকে, গড়িয়া স্টেশন চত্বর থেকে হকার মুক্ত করতে নরেন্দ্রপুর থানার অভিযান। আজ সকালে পুলিশ প্রশাসনের তরফে হকারদের সরে যেতে বলা হয়। উপস্থিত ছিলেন রাজপুর-সোনারপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রাস্তা দখলমুক্ত করতে এই অভিযান চলবে বলে জানিয়েছেন কাউন্সিলর।

আরও দেখুন



Source link