<p><strong>বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর:</strong> দুটি ট্রাকের সংঘর্ষে লাগল আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ট্রাক চালকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত সদতপুর রেল ব্রিজের উপরে। </p>
<p>গতকাল রাতে একটি ট্রাক ছত্তিশগড় থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে পাথর বোঝাই করে যাচ্ছিল, সেই সময় হঠাৎ করে সদতপুর এলাকার রেল ব্রিজের উপরে তার ট্রাক খারাপ হয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে যায়। হঠাৎ করে পিছন দিক থেকে একটি লঙ্কা বোঝাই করা ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই লঙ্কা বোঝাই করা ট্রাকের কেবিনে আগুন লেগে যায়। সেই ট্রাকের কেবিনে পুড়ে মৃত্যু হয় লঙ্কা বোঝায় করা ট্রাক চালকের। ঘটনাস্থলে সদতপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এবং আহত খালাসিকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।</p>
<p>আরও পড়ুন,<a title=" RG Kar মেডিক্যালে পৌঁছল CBI, মহিলা চিকিৎসক খুনে বিতর্কিত ‘সেমিনার হল’ পর্যবেক্ষণ.." href="https://bengali.abplive.com/district/rg-kar-doctor-s-death-mystery-murder-case-cbi-officer-visit-in-rg-kar-seminar-hall-with-3d-mapping-1089653" target="_self"> RG Kar মেডিক্যালে পৌঁছল CBI, মহিলা চিকিৎসক খুনে বিতর্কিত ‘সেমিনার হল’ পর্যবেক্ষণ..</a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1723946313052000&usg=AOvVaw0mqaed9i3az71cXLCDVczo">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
<div class="yj6qo">বিস্তারিত আসছে…</div>
<div class="adL"> </div>
Source link
পিছন থেকে আচমকা ধাক্কা, ট্রাকের সংঘর্ষে কেবিনে বসেই অগ্নিদগ্ধ হয়ে চালকের মৃত্যু
Read Time:3 Minute, 6 Second