NOW READING:
নববর্ষের প্রথম দিনেই এল খারাপ খবর ! ঝড়-বৃষ্টিতে দুই মহিলার মৃত্যু পশ্চিম মেদিনীপুরে..
April 15, 2025

নববর্ষের প্রথম দিনেই এল খারাপ খবর ! ঝড়-বৃষ্টিতে দুই মহিলার মৃত্যু পশ্চিম মেদিনীপুরে..

নববর্ষের প্রথম দিনেই এল খারাপ খবর ! ঝড়-বৃষ্টিতে দুই মহিলার মৃত্যু পশ্চিম মেদিনীপুরে..
Listen to this article


সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর:  পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড়-বৃষ্টিতে কাড়লো দুটি প্রাণ। একদিকে ঘাটাল থানার বার আনন্দী গ্রামের ঘটনা সোমবার রাত আটটা থেকে নটা নাগাদ ঝরে নারকেল গাছ ভেঙে মাথায় পড়ে ৪০ বছরের গৃহবধূ চন্দনা মন্ডলের। এবং এই গাছ পড়ে যাওয়ার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় চন্দনা মণ্ডলের। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরেরই গোয়ালতোড় এর হুমগড় গ্রামে গীতা লোহার নামে বছর ৬৫ এক মহিলা দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়। দুটি দেহকেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

West Midnapore News: নববর্ষের প্রথম দিনেই এল খারাপ খবর ! ঝড়-বৃষ্টিতে দুই মহিলার মৃত্যু পশ্চিম মেদিনীপুরে..

আরও পড়ুন, ‘রোম যখন পুড়ছিল..’, নববর্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দুর !

আরও দেখুন



Source link