NOW READING:
বাঁধ উপচে ঢুকছে জল, প্লাবিত ঘর-বাড়ি থেকে স্কুল, জলের তলায় ঘাটাল
September 21, 2024

বাঁধ উপচে ঢুকছে জল, প্লাবিত ঘর-বাড়ি থেকে স্কুল, জলের তলায় ঘাটাল

বাঁধ উপচে ঢুকছে জল, প্লাবিত ঘর-বাড়ি থেকে স্কুল, জলের তলায় ঘাটাল
Listen to this article



<p><strong>পশ্চিম মেদিনীপুর :</strong> জলের তলায় ঘাটালের একের পর এক এলাকা। রাস্তা যেনও নদী। বাঁধ উপচে ঢুকছে জল। প্লাবিত ঘর-বাড়ি থেকে স্কুল, দোকানপাট। কোথাও কোথাও এখনও দোতলা পর্যন্ত জল। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শহরে নেমেছে ডিঙি, নৌকা। পঞ্চায়েত এলাকার অবস্থা আরও শোচনীয়। জলবন্দি বহু মানুষ। এদিন প্রায় বুক সমান জলে দাঁড়িয়ে নিউজ কভার করলেন এবিপি আনন্দ- র রিপোর্টার।&nbsp;</p>
<p>ডিভিসির ছাড়া জলে ভাসছে ঘাটাল শহর। ঘাটাল পুরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১৪টি ওয়ার্ড জলের তলায়। ঘাটাল পঞ্চায়েত এলাকার বেশিরভাগ বাড়ির একতলা ডুবে গেছে। দোতলায় বাঁধা রয়েছে নৌকা। সেই নৌকা করেই যাতায়ার করছেন মানুষজন। সাঁতার কেটে একবাড়ি থেকে অন্য বাড়ি যাচ্ছেন তাঁরা। রাস্তা ভেসে গেছে, ডুবে গেছে বিঘার পর বিঘা জমির ফসল। অনেক বাড়ির ছাদ পর্যন্ত ডুবে গেছে। নদী না রাস্তা আলাদা করে বোঝার উপায় নেই।&nbsp;</p>
<p>অপরদিকে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিস্তীর্ণ অংশ জলের তলায়। খাবার, জলের চরম সঙ্কট দেখা দিয়েছে। এই অবস্থায় দুর্গতদের পাশে দাঁড়াতে পাঁশকুড়া যাচ্ছে আর জি কর মেডিক্যালের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের একাংশ। শুকনো খাবার, পানীয় জল, ত্রিপল সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী নিয়ে জলমগ্ন এলাকায় যাচ্ছেন তাঁরা।</p>
<p>আর জি কর মেডিক্যালের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশপাশি এই এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের একাংশ। পানীয় জল, খাবারের সঙ্গে ওষুধও নিয়ে যাচ্ছেন তাঁরা। জলমগ্ন এলাকায় চিকিৎসা পরিষেবাও দেবেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের একাংশ।</p>
<p>আরও পড়ুন, <a title="অনুব্রত জামিন পেতেই ‘বাঘের’ সঙ্গে তুলনা, ফিরহাদ বললেন.." href="https://bengali.abplive.com/district/firhad-hakim-on-anubrata-mondal-getting-bell-on-cattle-scam-and-tmc-leader-attacks-bjp-congress-cpm-1096629" target="_self">অনুব্রত জামিন পেতেই ‘বাঘের’ সঙ্গে তুলনা, ফিরহাদ বললেন..</a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1727001999553000&amp;usg=AOvVaw2Zxk84hPWshdcBrrt6Cl7x">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
<div class="yj6qo">&nbsp;</div>
<div class="adL">&nbsp;</div>
<p>&nbsp;</p>



Source link