NOW READING:
ঘাটালেও ট্যাব প্রকল্পের টাকা গায়েব, ৪৬ জন পড়ুয়ার টাকা উধাও
November 14, 2024

ঘাটালেও ট্যাব প্রকল্পের টাকা গায়েব, ৪৬ জন পড়ুয়ার টাকা উধাও

ঘাটালেও ট্যাব প্রকল্পের টাকা গায়েব, ৪৬ জন পড়ুয়ার টাকা উধাও
Listen to this article


সোমনাথ দা, ঘাটাল: এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা গায়েব। খড়ার শ্রীঅরবিন্দ বিদ্যামন্দিরের একাদশ-দ্বাদশ শ্রেণির ২৫৯ জন পড়ুয়ার মধ্যে ৪৬ জনের ট্যাবের টাকা চলে গেছে অন্যের অ্যাকাউন্টে। 

ফের টাকা গায়েব: এবার ঘাটালে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা উধাও। ৪৬ জন পড়ুয়ার ট্যাবের টাকা ‘অন্য অ্যাকাউন্টে’ সমস্যায় পড়ুয়ারা। প্রসঙ্গত, একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অনলাইন ক্লাসের সুবিধার জন্য ট্যাব কিনতে ১০ হাজার টাকা দেয় রাজ্য সরকার। এই প্রকল্পের নাম ‘তরুণের স্বপ্ন’। এবছর থেকে দুর্গাপুজোর আগে ওই অর্থ পড়ুয়াদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। কিন্তু অনেক পড়ুয়াই ট্যাবের টাকা পাননি বলে অভিযোগ ওঠে। আর এবার ট্যাব দুর্নীতির হদিশ পশ্চিম মেদিনীপুরে। ঘাটাল মহকুমার খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দির স্কুলের ৪৬ জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা ঢুকল অন্য অ্যাকাউন্টে। অভিযোগ, স্কুলের ২৫৯ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪৬ জনের টাকা ঢুকে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। এই নিয়ে চরম সমস্যায় পড়ুয়ারা।  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, এর মধ্যে ২২ জন পড়ুয়ার টাকা তুলেও নিয়েছে প্রতারকরা। চারজনের টাকা উদ্ধার হয়েছে। ব্যাঙ্কের সঙ্গে কথা বলে বাকি ২০ জন পড়ুয়ার অ্যাকাউন্ট হোল্ড করিয়ে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ টাকাই গেছে উত্তর দিনাজপুর, মালদা, শিলিগুড়িতে। সাইবার ক্রাইম ও বিদ্যালয় জেলা পরিদর্শকের অফিসে অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। 

এদিকে ট্যাব কেলেঙ্কারিতে এবার নাম জড়াল তৃণমূল নেতার ছেলে। মালদার বৈষ্ণবনগরে ধৃত শ্রবণ সরকারের বাবা জিতেন্দ্রনাথ সরকার কালিয়াচক ৩ নম্বর ব্লকের তৃণমূল SC সেলের ব্লক সভাপতি। তৃণমূল নেতার ছেলের সাইবার ক্যাফে বাজেয়াপ্ত করা হয়েছে পেন ড্রাইভ, ল্যাপটপ, হার্ড ডিস্ক, মিলেছে তৃণমূল পরিচালিত কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামে রাবার স্ট্যাম্পও। যদিও ছেলের সঙ্গে ট্যাব কেলেঙ্কারির যোগ নেই বলে দাবি করেছেন তৃণমূল নেতা। অন্যদিকে, ট্যাব-প্রতারণাকাণ্ডে মালদা জেলায় ৫টি FIR দায়ের হয়েছে। ফ্রিজ করা হয়েছে ১৮১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। শুধুমাত্র বৈষ্ণবনগর থেকেই গ্রেফতার হয়েছে এক কম্পিউটার শিক্ষক-সহ ৫ জন। ট্যাব-প্রতারণা চক্রের নাগাল পেতে SIT গঠন করেছে মালদা জেলা পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Weather Update: কাল থেকে আবহাওয়ার বড় বদল, সপ্তাহান্তেই শীতের শুরু বঙ্গে

আরও দেখুন



Source link