ABP Ananda Live: পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে ফের হাতির হানা। সুবর্ণরেখা নদী পেরিয়ে কেশিয়াড়িতে ঢুকে পড়েছে ৬০-৬৫টি হাতির দল। হাতি তাড়াতে এলাকায় বন দফতরের কর্মীরা।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার বিজেপি এবং কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকারকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিজেপি বাংলাদেশ নিয়ে রাজনীতি করছে, অথচ কেন্দ্রে তাদেরই সরকার রয়েছে বলে স্মরণ করিয়ে দিলেন তিনি। বাংলাদেশে যা ঘটছে, তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না এবং কেন্দ্রকেই এ নিয়ে পদক্ষেপ করতে হবে বলে মন্তব্য করলেন তিনি। (bhishek Banerjee on Bangladesh)
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় উত্তেজনার পারদ চড়ছে। সেই উত্তেজনার আঁচ এসে পৌঁছেছে এপার বাংলাতেও। পশ্চিমবঙ্গের রাজনীতিতেও বাংলাদেশ প্রসঙ্গ ঘুরেফিরে উঠে আসছে। কলকাতায় বিরোধী দলনেতা সেই নিয়ে মিছিলও করেছেন। জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছেন রাজ্য বিজেপি-র অন্য নেতা-নেত্রীরা। (Bangladesh Situation)
সেই আবহেই বিজেপি-কে বিঁধলেন অভিষেক। তাঁর বক্তব্য, “বাংলাদেশে যা হচ্ছে, তা এখানকার রাজনীতির বিষয় নয়। বিজেপি-র অভ্যাস সবকিছু নিয়ে রাজনীতি করা। আর জি কর নিয়ে করেছে, এখন বাংলাদেশ নিয়ে করছে। বিজেপি-রই তো সরকার কেন্দ্রে! এই বীরত্বটা দিল্লিতে গিয়ে দেখাক! আমরা তো চাই বাংলাদেশে যএ অনাচার চলছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক!”