<p><strong>কৌশিক গাঁতাইত, আসানসোল: </strong>ফের দুর্ঘটনার কবলে কুম্ভগামী গাড়ি। রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা মারল কুম্ভ গামী বাস। ঘটনায় আহত কমপক্ষে ১৫ জন পুণ্যার্থী।</p>
<p>নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে ধাক্কা যাত্রীবোঝাই বাসে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে, আসানসোলের কুলটি থানার 19 নম্বর জাতীয় সড়কের বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে। জানা গিয়েছে, বাসটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা পাহাড়পুর থেকে কুম্ভের উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবুরডিহি চেকপোস্টে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে বাসটি ধাক্কা মারে। এই ঘটনায় প্রায় ১৫ জন পুণ্যার্থী আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="CPM: নির্বাচনে ঘুরে দাঁড়াতে তৃণমূল-বিজেপির পথে, খামতি খুঁজতে নামল সিপিএম" href="https://bengali.abplive.com/district/cpm-how-to-prepare-for-a-comeback-in-the-elections-party-sets-out-to-find-weaknesses-1122104" target="_self">CPM: নির্বাচনে ঘুরে দাঁড়াতে তৃণমূল-বিজেপির পথে, খামতি খুঁজতে নামল সিপিএম</a></strong></p>
Source link
নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা, ফের দুর্ঘটনার কবলে কুম্ভগামী গাড়ি

+ There are no comments
Add yours